Saturday, December 13, 2014

প্যারিস হিলটনকে হীরের হার দিলেন সালমান


সালমান খান একজন খামখেয়ালি, রগচটা ও একগুয়ে স্বভাবের মানুষ। তবে বলিউডের এই প্রভাবশালী খানসাহেবের মানবিকতা এবং বন্ধুবাৎসল্যও অতুলনীয়। সালমানভক্তরা সেসব কথা ভালোভাবেই জানেন। এবার জানলেন প্যারিস হিলটনও।

সোমবার ভারতে এসেছেন ৩৩ বছর বয়সী এই মার্কিন তারকা। সেদিন রাতেই পুনেতে এক জন্মদিনের অনুষ্ঠানে তার সঙ্গে দেখা হয় সালমান খানের। এই সময়টুকু স্মরণীয় করে রাখতে সল্লুর পাশে দাঁড়িয়ে একটি ছবি তুলে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেন প্যারিস হিলটন। ক্যাপশনে লেখেন, 'ভারতে সুন্দর সময় কাটলো আমার বন্ধু সালমান খানের সঙ্গে।'

সুন্দর সময়কে আরো সুন্দর করে রাখতে হিলটনকে ভারতের ঐতিহ্যবাহী শিখ খান্দা নকশার একটি হীরের হার উপহার দিয়ে চমকে দেন সালমান খানও। পার্টি শেষ উচ্ছ্বসিত হিলটিন নিজের টুইটার অ্যাকাউন্টে সেই হারের একটি ছীব পোস্ট করে লেখেন, 'নতুন উপহারটি আমার ভীষণ পছন্দ হয়েছে। আবারো ধন্যবাদ সালমান খান। উপহারটি খুব সুন্দর।  চিন্তাশীলও বটে।'

সালমানের পাশাপাশি সেই অনুষ্ঠানে বলিউডের খ্যাতিমান গায়ক মিকা সিংয়ের সঙ্গেও দেখা হয় হিলটনের। টুইটে তার কথাও উল্লেখ করেন তিনি। মিকা সিংও প্যারিস হিলটনের সঙ্গে তোলা নিজের একটি ছবি পোস্ট করেছেন টুইটারে। সূত্র: মিড ডে- ইন্ডিয়া টাইমস-আমাদের প্রতিদিন ডটকম

No comments:

Post a Comment