Monday, December 22, 2014

সরকার দেশকে কারাগারে পরিণত করেছে



বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 'এ সরকার সারাদেশকে একটি কারাগারে পরিণত করেছে। দেশের মানুষ এখন গুম আর খুন আতঙ্কে দিনাতিপাত করছে।'

ব্রাহ্মণবাড়ীয়া জেলা বিএনপির সম্মেলনে সোমবার দুপুরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

মির্জা ফখরুল এ সরকারকে অবৈধ দাবি করে বলেন, 'তারা ধ্বংসের রাজনীতিতে মেতে উঠেছেন। পুলিশ-র‌্যাব দিয়ে বিএনপিকে দমানোর চেষ্টা করছে। র‌্যাব পুলিশ ছেড়ে রাজনীতির মাঠে আসুন।'

বিচার বিভাগের কঠোর সমালোচনা করে তিনি বলেন, 'বিচার বিভাগ এখন আওয়ামী লীগ নিয়ন্ত্রিত বিভাগ।'

দীর্ঘ ছয় বছর পর অনুষ্ঠিত সম্মেলনে হাফিজুর রহমান কচির সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন-বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট হারুন আর রশীদ, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা উকিল আবদুস সাত্তার ভূঁইয়া, মুশফিকুর রহমান, যুগ্ম-মহাসচিব মো. শাহজাহান, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আহমেদ আকবর খান, বিএনপি জাতীয় কমিটির সদস্য সাবেক সংসদ সদস্য কাজী আনোয়ার হোসেন, তকদীর হোসেন মোহাম্মদ জসীম, রফিক শিকদার প্রমুখ।-আমাদের প্রতিদিন ডটকম

No comments:

Post a Comment