খালেদা জিয়ার প্রতি কোনো অত্যাচার করা হচ্ছে না : ইনু

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি কোনো অত্যাচার করা হচ্ছে না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
আজ শুক্রবার বেলা ১১টায় কুষ্টিয়ার ভেড়ামারা কলেজের শিক্ষক নিয়োগের পরীক্ষা কার্যক্রম পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
ইনু বলেন, খালেদা জিয়ার প্রতি কোনো অত্যাচার করা হচ্ছে না। সরকার ও প্রশাসন যদি স্বৈরাচার হতো এবং আইন নিজের হাতে তুলে নিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করতো তবে খালেদা জিয়ার তো দশবার ফাঁসি হয়ে যেত। বিএনপি নেতাকর্মীদের প্রতি অত্যাচার করা হচ্ছে এটি মিথ্যা কথা।
তিনি বলেন, জনগণ যদি আন্দোলন করে তবেই সরকার খোদা হাফেজ বলে বিদায় নেবে। কিন্তু খালেদা জিয়ার ধমকে নিয়মতান্ত্রিক সরকার পদত্যাগ করবে না।
মন্ত্রী বলেন , সরকার মনে করে জঙ্গীবাদ কিছুটা দমন হলেও এখনও তারা নিশ্চিহ্ন হয়নি। ফলে বাংলাদেশকে ও মানুষের জান-মাল এবং ধর্মের নিরাপত্তা বিধানের জন্য জঙ্গীবাদের বিরুদ্ধে যে অভিযান চলছে তা অব্যাহত থাকবে, এবং কঠোরভাবে পরিচালিত হবে।
তিনি জানান, খালেদা জিয়া শুধু যখন আন্দোলনের হুংকার দিয়ে বোমা হাতে মানুষ লেলিয়ে দেয়, সেই মিছিলকে সর্তকতার সাথে দেখা হয়।
এ সময় ভেড়ামারা কলেজের অধ্যক্ষ শামছুল বারী, জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলিম স্বপন, ভেড়ামারা প্রেস কাবের সভাপতি ও কলেজের শিক্ষক জাহাঙ্গীর হোসেন জুয়েলসহ শিক্ষক-কর্মকর্তা কর্মচারিরা ও জাসদের দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।-আমাদের প্রতিদিন ডটকম
No comments:
Post a Comment