
বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, আওয়ামী লীগকেও কোথাও সমাবেশ করতে দেওয়া হবে না।
২০ দলীয় জোটকে দেশের কোথাও সমাবেশ করতে দেওয়া হবে না- আওয়ামী লীগের এমন মন্তব্যের প্রতিবাদে রিজভী রবিবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
রিজভী আরও বলেন, ২০ দলীয় জোট সোমবার সারাদেশে হরতাল ঘোষণার পর সরকার টালমাটাল হয়ে গেছে। বিএনপির নেতাকর্মীদের বাড়িতে হামলা চালাচ্ছে, নেতাকর্মীদের আটক করছে।
এ সময় ২০ দলীয় জোটের সোমবারের হরতাল সফল করার আহ্বান জানান তিনি।-আমাদের প্রতিদিন ডটকম
No comments:
Post a Comment