
আজ আনন্দ প্রতিবেদক
আজ সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে টেলিফিল্ম 'সেনোরিটা'। সাদাত রাসেলের রচনা ও পরিচালনায় এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তৌকীর আহমেদ ও সাদিয়া ইসলমা মৌ। গল্পে দেখা যাবে, তৌকীর বিদেশ থেকে এসে ফোন করে পুরনো প্রেমিকা মৌকে। কিন্তু মৌ তাকে সময় দেয় না। বরং এড়িয়ে চলে। তাকে রেখে তৌকীরের বিদেশে চলে যাওয়াই মৌয়ের এই বদলে যাওয়ার কারণ। কিন্তু তৌকীর বিদেশে গেলেও ভুলে যায়নি মৌকে। এদিকে, অভিমানে দূরে সরে থাকলেও মনে মনে ঠিকই তৌকীরকে ভালোবাসে মৌ। অন্যদিকে, তৌকীরও অস্থির হয়ে আছে প্রেমিকাকে পাওয়ার জন্য। পুরনো দিনের রঙিন স্মৃতিগুলো তাড়িয়ে বেড়ায় দু'জনকে। তবে শেষ পর্যন্ত কি তারা এক হতে পারবে নাকি দূরেই থেকে যাবে?-ডেসটিনি
No comments:
Post a Comment