Sunday, December 21, 2014

সানি লিওনের স্বপ্নে সালমান খান


বলিউডের অনেক তারকার কাছে সালমান খান গডফাদার হিসেবেই পরিচিত। সালমানের হাত ধরে বলিউড মাতানো নায়িকাদের সংখ্যাও কম নয়। এই তালিকায় যোগ হওয়া উল্লেখযোগ্য তারকা বলিউড বেবিডল ও ইন্টারনেট দুনিয়ায় সবচেয়ে জনপ্রিয় নায়িকা সানি লিওন। ইন্টারনেটে জনপ্রিয়তার দৌড়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও সুপারস্টার সালমান খানকেও পেছনে ফেলে দিয়েছেন সানি লিওন। সম্প্রতি সানি জানান, তিনি সালমানের সঙ্গে চলচ্চিত্রে অভিনয়ের স্বপ্ন দেখেন।

ফিল্মবিট জানায়, সালমানকে নিজের গডফাদার মনে করেন সানি লিওন। সালমানের জন্যই আজকের সানিকে সবাই চেনেন। বিগ বস-ফাইভের মঞ্চে সালমানের শুভকামনা ও পরামর্শই সানির পথপদর্শক হিসেবে কাজে দিয়েছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউড বেবিডল সালমান বন্দনায় বলেন, 'বলিউডে হ্যান্ডসাম তারকা সালমানই সেই মানুষ, যার জন্য আমি আজ এরকম একটি স্থানে জায়গা করে নিতে পেরেছি। বিগ বসের ঘর থেকে শুরু করে মঞ্চের শেষদিন পর্যন্ত সালমান আমাকে শুভকামনা ও প্রেরণা দিয়েছেন, যা আমাকে এতদূর এগিয়ে আসতে সহায়তা করেছে। আমি জানি, সালমানের সঙ্গে অভিনয় করার স্বপ্ন এক দিন পূরণ হবে এবং ততদিন পর্যন্ত আমি সালমানের সিনেমা দেখতেই থাকব।'-আমাদের প্রতিদিন ডটকম

No comments:

Post a Comment