Thursday, December 11, 2014

সেই দেহব্যবসায়ীকে নোটিশ দিলেন প্রিয়াঙ্কা


কিছুদিন আগে বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার ভাড়া দেয়া একটি বাড়ি থেকে দেহব্যবসার জড়িত থাকার অভিযোগে তিন নারীকে আটক করে পুলিশ।

মুম্বাইয়ের আন্ধেরি এলাকার ওই ভবনেই রয়েছে প্রিয়াঙ্কার মায়ের একটি ক্লিনিক। ভবনটির একটি তলার ৩ হাজার বর্গফুটের মালিক প্রিয়াঙ্কা। মানিক সোনি নামে এক ব্যক্তি সেই বাড়ি ভাড়া নিয়ে স্পা সেন্টার খুলেছিলেন সেখানে।

বাড়িতে দেহব্যবসার বিষয়ে 'মেরি কম' খ্যাত এই অভিনেত্রীর কোন বক্তব্য তাৎক্ষণিক পাওয়া না গেলেও এবার তার অ্যাকশন দেখা গেল। মানিক সোনিকে পাঠালেন আইনি নোটিশ।

শুধু তাই নয়, স্পা সেন্টারের মালিক মানিক সোনিকে বাড়ি ভাড়া দেয়ার চুক্তিও বাতিল করেছেন তিনি।

এ বিষয়ে প্রিয়াঙ্কা চোপড়ার মা মধু চোপড়া বলেন, 'ইতোমধ্যেই তাদের বিরুদ্ধে অ্যাকশন নেয়া হয়েছে। আমরা স্পা সেন্টারের মালিককে লিগ্যাল নোটিশ পাঠিয়েছি।' সূত্র: বলিউড লাইফ
আমাদের প্রতিদিন ডটকম

No comments:

Post a Comment