Wednesday, December 31, 2014

মায়ের মৃত্যুর পরেও সন্তানের জন্ম


মায়ের মৃত্যুর পরেও সন্তানের জন্ম
মায়ের মৃত্যুর তিন মাস পরে সন্তানের জন্ম হয়েছে। এ এক আশ্চর্য ঘটনা। মায়ের মৃত্যু হয়েছে তিন মাস আগে অথচ তার গর্ভ থেকেই জন্ম নিল এ ফুটফুটে বাচ্চাটি।
এমনই ঘটনা ঘটেছে ইতালির মিলানে। অবশ্য এই মা তিন মাস ক্লিনিক্যালি ডেড ছিলেন। লাইফ সাপোর্টে তাকে বাঁচিয়ে রাখা হয়। ব্রেন হ্যামারেজ নিয়ে তিন মাস আগে হাসপাতালে ভর্তি হন এই মা। তখন তিনি ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
টাইমস অব ইন্ডিয়া জানায়, চিকিৎসারত অবস্থায় তার মস্তিষ্কের মৃত্যু হয় এবং চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। কিন্তু শরীরের অন্য অঙ্গ-প্রত্যঙ্গ ভালো থাকায় চিকিৎসকরা তাকে লাইফ সাপোর্ট দিয়ে বাঁচিয়ে রাখার সিদ্ধান্ত নেন।
গত ১৯ ডিসেম্বর অস্ত্রোপচারের মাধ্যমে জন্ম হয় শিশুটির। চিকিৎসকরা বলেন, ‘এই ঘটনা আমাদের জন্য আনন্দের। তবে এই নারীর পরিবারের জন্য আমরা অনুতপ্ত।’
অবশ্য একই ধরনের ঘটনা ঘটেছিল এর আগে ১৯৯৩ সালে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ডাকাতদের গুলিতে এক নারী নিহত হন। তখন তিনি ১৭ সপ্তাহের গর্ভবতী ছিলেন। সে সময় শিশুটিকে বাঁচিয়ে দেন চিকিৎসকরা।-পরিবর্তন

No comments:

Post a Comment