Wednesday, December 31, 2014

৪০ মিনিটে ১৭ লাখ মার্কিন ডলার আয়!


৪০ মিনিটে ১৭ লাখ মার্কিন ডলার আয়!কনসার্টির সময় ছিলো মাত্র মাত্র ৪০ মিনিট। এ সময়ের মধ্যে আয় হয়েছে সাড়ে ১৭ লাখ মার্কিন ডলার। অনেক তারকার বেলায় এমন ঘটনা ঘটে থাকে। এবার হয়েছে জেনিফার লোপেজের বেলাতে।
৪০০ মিলিয়ন ডলারের মালিক জেনিফার লোপেজ। তবুও ৪৫ বছর বয়সী এই তারকার অর্থের ব্যাপারে এখনো না নেই। সুযোগ পেলেই কাজে লাগান।
গত দুই দিন আগে মঙ্গলবার লাইফ অ্যান্ড স্টাইল ম্যাগাজিন লিখেছে, চীনের অন্তর্গত ম্যাকাউতে গত নভেম্বরে একটি কনসার্ট করে লোপেজ আয় করেছেন বিপুল অঙ্কের অর্থ।
একটি পারিবারিক অনুষ্ঠানে তিনি এই কনসার্ট করেন গ্র্যান্ড হায়াত ম্যাকাউ হোটেলে। বেশ কয়েকটি গান গেয়ে মাতিয়ে দেন অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিদের।
তবে সাড়ে ১৭ লাখ মার্কিন ডলার ব্যক্তিগত পারিশ্রমিক হিসেবে নিয়েছেন লোপেজ। অন্যান্য খরচ আলাদাভাবে বহন করতে হয়েছে অনুষ্ঠান আয়োজনকারীদের।
তথ্যসূত্র : ডেইলি মেইল

No comments:

Post a Comment