
রাজধানীসহ সারা দেশে অনেক ভুয়া মানবাধিকার সংগঠন মানুষের সঙ্গে প্রতারণ করছে জানিয়ে তাদের সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান। গতকাল মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এসোসিয়েশন ফর ল রিসার্স এন্ড হিউম্যান রাইটস কর্তৃক আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি একথা বলেন। তিনি বলেন, এটি বিজয়ের মাস। স্বাধীনতার ৪৩ বছর পর আমাদের গর্ব করে বলার মত অনেক অর্জন রয়েছে যা পৃথিবীর অনেক দেশেরই নেই। মিজানুর রহমান বলেন, সারাদেশে ব্যাঙের ছাতার মত ভূয়া মানবাধিকার সংস্থা রয়েছে, তারা নিজেরাই মানবাধিকার লংঘনের সঙ্গে জড়িত। এদেরকে চিহ্নিত করে শাস্তির আওতায় আনা হলে দেশে অপরাধ অনেকাংশে কমে আসবে। বাংলাদেশে স্বচ্ছভাবে যু্দ্ধ অপরাধীদের বিচার চলছে বলে দাবি করেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান।
'বাংলাদেশে যেভাবে যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে- নুরেমবার্গ, যুগোশ্লাভিয়া, কম্বোডিয়াতেও এতো স্বচ্ছভাবে হয়নি' বলেন মিজানুর। তিনি বলেন,আজকে যখন মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া চলছে তখন দেখি বিভিন্ন দেশ থেকে বিচার প্রক্রিয়া নিয়ে সন্দেহ করা হয়। মিজানুর বলেন, আইসিটি নিয়ে পশ্চিমা বিশ্বের যেসব দেশ সমালোচনা করছে, তারাই তো মানবাধিকার লঙ্ঘন করছে। তারা ড্রোন হামলা চালিয়ে নিরীহ শিশুদের হত্যা করছেন। রাজনীতিকে ব্যবহার করে দেশে কোন মাস্তানবাজি চলতে পারে না বলেও উল্লেখ করেছেন তিনি।
আয়োজক সংগঠনের সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম খানের সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে আরও বক্তব্য দেনত্ম জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. দুর্গাদাস ভট্টাচার্য, সংসদ সদস্য নাজমুল হক প্রধান এমপি, দৈনিক জনতার সম্পাদক আহসান উল্লাহ, সেন্টার ফর হিউম্যান রাইটসের চেয়ারম্রান সৈয়দ আবদুল বাকের প্রমুখ।-ডেসটিনি
No comments:
Post a Comment