Sunday, December 28, 2014

শরীয়তপুরে জিহাদের দাফন


ঢাকার শাহজাহানপুরে পাইপে পড়ে মারা যাওয়া শিশু জিহাদের দাফন সম্পন্ন হয়েছে।
রোববার সন্ধ্যা ৬টায় শরীয়তপুরের গোসাইরহাটের পূর্বেরচর গ্রামে দাদা বাড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে ঢাকা থেকে একটি অ্যাম্বুলেন্সে শিশু জিহাদের মরদেহ বিকাল ৫টায় নাগেরপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে পৌঁছে। শিশু জিহাদকে শেষবারের মতো দেখার জন্য সেখানে কয়েক হাজার মানুষ অপেক্ষা করেন। মরদেহ পৌঁছার পর শরীয়তপুরের জেলা প্রশাসক রাম চন্দ্র দাস জেলা প্রশাসনের পক্ষ থেকে দাফন কাফনের জন্য জিহাদের বাবা নাসির ফকিরকে ২০ হাজার টাকা দেন। এ সময় গোসাইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুন্নাহার, এএসপি সুমন দেব, নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহাগ হাওলাদার প্রমুখ উপস্থিত ছিলেন।

আসর নামাজের পর জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও মরদেহ আসতে দেরি হওয়ায় বিকাল সাড়ে ৫টায় নাগেরপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে শিশু জিহাদের জানাজার নামাজ  হয়। জানাজা শেষে সন্ধ্যা ৬টায় জিহাদকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জিহাদের দাদা আজিজ ফকির বলেন, 'জিহাদ আমাদের সকলের খুব প্রিয় ছিল। প্রায় মোবাইল ফোনে ঢাকা বেড়াতে যেতে বলতো। আমরা তার মৃত্যুর ঘটনার বিচার চাই।'

শরীয়তপুরের জেলা প্রশাসক রাম চন্দ্র দাস বলেন, 'শিশু জিহাদের দাফন কাফনের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা সহায়তা দেয়া হয়েছে।'-আমাদের প্রতিদিন ডটকম

No comments:

Post a Comment