Saturday, December 13, 2014

চলচ্চিত্রে সাবা'র নবযাত্রা



সম্প্রতি মুক্তি পাওয়া 'বৃহন্নলা' ছবিটির পরপরই মা হন অভিনেত্রী সোহানা সাবা। এর কিছুদিনের মাথায় টিভি নাটকে নিয়মিত হয়েছেন তিনি। এক বছরেরও বেশি সময় পর টিভিপর্দায় ফেরার পাশাপাশি এবার চলচ্চিত্রে অভিনয়ও শুরু করছেন তিনি। স্বামী মুরাদ পারভেজের পরিচালনায় 'দৌড়' নামের একটি নতুন ছবিতে অভিনয় করবেন সাবা। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের শুরুর দিকে নতুন এ ছবির শুটিংয়ে নেমে পড়বেন তিনি। এ প্রসঙ্গে সাবা বলেন, 'দৌড়' ছবিটি নিয়ে অনেকদিন ধরেই পরিকল্পনা চলছে। কিন্তু মাঝে 'বৃহন্নলা' ছবির মুক্তি ও ছেলে স্বরবর্ণের জন্মের পর পর নানা ব্যস্ততায় আর এগুনো হয়নি। অবশ্য

এখন সব পরিকল্পনাই চূড়ান্ত হয়েছে। আশা করছি আগামী বছরের শুরুর দিকে ছবিটির কাজ শুরু করবো। 'দৌড়' প্রসঙ্গে সাবা আরও জানান, এটি তার অভিনীত নাটক 'দৌড়'-এর গল্প অবলম্বনে নির্মিত হবে। এছাড়াও আগামী বছরে বিদেশী একটি গল্প অবলম্বনে নতুন ছবির কাজও শুরু করবেন তিনি। এটিও মুরাদ পারভেজ নির্মাণ করবেন বলে জানিয়েছেন এ অভিনেত্রী। 'বৃহন্নলা' ছবির আগেও 'আয়না', 'চন্দ্রগ্রহণ', 'খেলাঘর', 'প্রিয়তমেষু' ছবিগুলোতে অভিনয় করে ব্যাপক আলোচিত হয়েছেন সাবা। ছোটপর্দায় মডেলিং ও অভিনয় দিয়ে দর্শক মাতিয়েছেন অনেক আগেই। সেখানেই ধীরে ধীরে অভিনয়টা রপ্ত করেছেন সাবা। শুধু তাই নয়, দক্ষ অভিনেত্রী হিসেবে নিজেকে প্রমাণও করেছেন। সেই ধারাবাহিকতায় নাম লেখান চলচ্চিত্রেও। টিভিপর্দার অভিনেত্রী হিসেবে বড়পর্দায় এসে অভিনয় করা কিছুটা কষ্টসাধ্যেরই বটে। কিন্তু আত্মবিশ্বাস আর দক্ষ অভিনয়শৈলীর কল্যাণে তাকে খুব বেশি কষ্ট করতে হয়নি। নিজেকে খুব স্বল্প সময়েই মানিয়ে নিয়েছেন তিনি। এ প্রসঙ্গে সাবা বলেন, অনেকটা সময় পেরিয়ে গেছে মিডিয়াতে। এর মাঝে নিজেকে তিল তিল করে প্রস্তুত করে তুলেছি। অভিনয় করেছি তার পাশাপাশি শিখেছিও। এখনও শিখে যাচ্ছি। বিশেষ করে আমার পথচলায় সিনিয়র শিল্পী-নির্মাতারা অনেক বেশি অবদান রেখেছেন। আর মুরাদের কথা না বললেই নয়। স্বামী হিসেবে নয়, একজন নির্মাতা হিসেবেই ও আমাকে অনুপ্রেরণা দিয়েছে সবসময়। আর আমার এতদিনের পথচলায় আরও একটি অনুপ্রেরণা হচ্ছে দর্শক ভালবাসা। তাদের ভালবাসা না পেলে হয়তো এতদূর আসা সম্ভব হতো না। দর্শকের প্রতি আমি খুবই কৃতজ্ঞ।
ক্যারিয়ারের শুরু থেকেই বুঝে-শুনেই কাজ করে আসছেন সাবা। একখ- কিংবা ধারাবাহিক সব ধরনের নাটকে অভিনয়ের ক্ষেত্রে আগে গল্প ও চরিত্রের ব্যাপারে বেশ সচেতনতা অবলম্বন করেন। এ প্রসঙ্গে সাবা বলেন, ভাল গল্প ও চরিত্রের ব্যাপারে আমি বরাবরই সচেতন। কারণ একটি ভাল গল্প ও চরিত্রই পারে একজন অভিনয়শিল্পীকে দর্শক হৃদয়ে সহজে স্থান করে নিতে।-আমাদের প্রতিদিন ডটকম

No comments:

Post a Comment