Tuesday, December 16, 2014

বিজয় দিবসের নাটক পেইজ সিক্সটিন

বিজয় দিবস উপলক্ষে এনটিভিতে আজ রাত ৯টায় প্রচারিত হবে খ- নাটক 'পেইজ সিক্সটিন'। মেজবাহ উদ্দীন সুমনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন আরিফ এ আহনাফ। নাটকে অভিনয় করেছেন_ তারিক আনাম খান, নিশো, তিশা, মহসিন আলি প্রমুখ। ন্যাশনাল অ্যাড অ্যান্ড টেলিফিল্মের ব্যানারে নাটকটি প্রযোজনা করেছেন জান্নাতুল টু্ম্পা। নাটকটি সম্পর্কে পরিচালক আরিফ এ আহনাফ বলেন, আমি মূলত ডার্ক এবং সাসপেন্সধর্মী গল্প নিয়ে কাজ করতে ভালোবাসি। সেদিক থেকে পেইজ সিক্সটিন নাটকটিও তার ব্যতিক্রম নয়। ১৯৭১ নিয়ে পরীক্ষা করার মতো কোনো জায়গা নেই। কেননা, বাঙালি জাতির সব থেকে প্রিয় ও গর্বের জায়গা ১৯৭১। আমরা তথাকথিত নাটক বানাতে চাইনি, তাই আমাদের এই নাটক-সংশ্লিষ্ট সবার মধ্যেই একটা চাপা ভয় কাজ করেছে। এমনকি ভয়টা নাটকটি প্রচার না হওয়া পর্যন্ত থেকে যাবে। এখন দর্শকদের কাছে নাটকটি ভালো লাগলেই আমাদের সবার ভয় কেটে যাবে। 'পেইজ সিক্সটিন' নাটকের কাহিনীতে দেখা যাবে_ জামশেদ মুস্তাফী। বাংলাদেশের কোটিপতি ব্যবসায়ী। তার একমাত্র মেয়ে আরাবী চৌধুরী। তার জীবনে ভালোবাসার উপাদান হচ্ছে তার বাবা আর তার ভালোবাসার মানুষ রাকিব। রাকিব মাহমুদ সত্যানুসন্ধানী একজন সাংবাদিক। সে তার পত্রিকা '৭১-এর যে গল্প বলা হয়নি' নামে একটি টপিকসের জন্য বিভিন্ন না বলা মুক্তিযুদ্ধের গল্প সংগ্রহ করার জন্য দেশি-বিদেশি বিভিন্ন লোকজনের সঙ্গে যোগাযোগ শুরু করেন, যারা ৭১-এ এ দেশেই ছিল। আর ওদিকে মেয়ের পছন্দের ছেলের সঙ্গে বিয়ে দেয়ার জন্য সব ধরনের প্রস্তুতি নিতে থাকেন জামশেদ মুস্তাফী। এভাবে নাটকের কাহিনী এগিয়ে যায়।

No comments:

Post a Comment