Thursday, December 11, 2014

রাইমার বাংলাদেশ সফর অনিশ্চিত

বিনোদন রিপোর্ট- রাইমা সেনবাংলাদেশের মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে ভারতে নির্মিত 'যুদ্ধশিশু' ছবিটি আগামীকাল ঢাকাসহ সারাদেশের ১৫টি প্রেক্ষাগৃহে আবার মুক্তি দেয়া হচ্ছে। উপলক্ষে আয়োজিত বিশেষ শোতে অংশ নিতে ঢাকায় আসার কথা ছিল ছবির নায়িকা রাইমা সেনের। কিন্তু ছবির আমদানিকারক প্রতিষ্ঠান খান ব্রাদার্স সূত্রে জানা যায়, রাইমার বাংলাদেশ সফর এখনো অনিশ্চিত। ২০১৩ সালে ২৭ ডিসেম্বর ভারতে মুক্তি পায় 'যুদ্ধশিশু' ছবিটি। ভারতীয় নির্মাতা মৃত্যুঞ্জয় দেবব্রতের পরিচালনায় এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন রাইমা সেন। ভারতে মুক্তির পরপরই ছবিটি বাংলাদেশে মুক্তি দেয়ার জন্য তোড়জোড় শুরু করে বিদেশি ছবি আমদানিকারক প্রতিষ্ঠান খান ব্রাদার্স। সেই ধারাবাহিকতায় চলতি বছরের ১৬ মে ঢাকাসহ সারাদেশে 'যুদ্ধশিশু' মুক্তি পায়। কিন্তু বাংলাদেশি চলচ্চিত্রপ্রেমীদের প্রবল প্রতিরোধের মুখে ছবিটি সাফল্যের মুখ দেখেনি। তাই বিজয় দিবসকে সামনে রেখে আগামীকাল আবার মুক্তি দেয়া হচ্ছে 'যুদ্ধশিশু' আর উপলক্ষে ঢাকায় একটি বিশেষ শো আয়োজনের ঘোষণা দেয় আমদানিকারক প্রতিষ্ঠান। সেখানে ছবির নায়িকা রাইমা সেনেরও উপস্থিত থাকার কথা। যা এখন অনিশ্চিত বলে জানা গেছে। বিষয়ে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি খান ব্রাদার্সের স্বত্বাধিকারী সাইফুল ইসলাম চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ' যাত্রায় রাইমার বাংলাদেশ সফর অনিশ্চিত। কারণ তিনি একটি ছবির শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন।' তিনি আরো বলেন, 'আমরা চাচ্ছিলাম ছবির পরিচালক মৃত্যুঞ্জয় দেবব্রত রাইমা একসঙ্গে বাংলাদেশে আসুক। কিন্তু ১২ ডিসেম্বরের মধ্যে তা সম্ভব হচ্ছে না। তাই ছবি মুক্তির পর কোনো এক সময় তারা বাংলাদেশে আসতে পারেন।' উল্লেখ্য, 'যুদ্ধশিশু' ছবির ইংরেজি নাম 'চিলড্রেন অব ওয়্যার : নাইন মান্থস টু ফ্রিডম' যদিও বাংলাদেশে মুক্তি দেয়ার আগে এর নাম ছিল 'দ্য বাস্টার্ড চাইল্ড' এতে রাইমা সেন ছাড়া আরো অভিনয় করেছেন_ ভিক্টর ব্যানার্জি,
ফারুক শেখ, ইন্দ্রনীল, ঋদ্ধি সেন প্রমুখ।

No comments:

Post a Comment