Monday, December 22, 2014

না.গঞ্জে ছাত্রদলের মিছিলে পুলিশের বাধা

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচী পালন করেছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রদল। গকতাল পৃথকভাবে এই কর্মসূচী পালন করা হয়।
এদিন বিকেল ৪টার দিকে শহরের ডিআইটিস্থ জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদল বিক্ষোভ মিছিল বের করে। মিছিলে বাধা দিলে পুলিশের সঙ্গে ছাত্রদল নেতাকর্মীদের হালকা ধস্তাধস্তি হয়। পরে কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ করে নেতাকর্মীরা।
মহানগর ছাত্রদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজলের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক রশিদুর রহমান রশু, সাহেদ আহমেদ, নূরে এলাহী সোহাগ, মাকিদ মোস্তাকিম শিপলু, মোহাম্মদ রাফিউদ্দিন রিয়াদ, মাগফুরুল ইসলাম পাপন, আশিকুর রহমান আলি প্রমুখ।
এসময় নেতারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অবিলম্বে তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। অন্যথায় মহানগর ছাত্রদল কঠোর আন্দোলন গড়ে তুলবে।
অপরদিকে, বিকেল সাড়ে ৪টায় বিএনপি কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ করে জেলা ছাত্রদল। মিছিলে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের নেতা ও সরকারি তোলারাম কলেজের সাবেক জিএস মো. শাহ আলম, জব্বার হোসেন, মো. রুবেল, ইয়াসিন ভূঁইয়া, রূপগঞ্জের ছাত্রদল নেতা সালাউদ্দিন দেওয়ান, তারিকুল ইসলাম রাকিব প্রমুখ। এর আগে সকালে বন্দরে বিক্ষোভ মিছিল করে মহানগর ছাত্রদল একাংশের নেতাকর্মীরা।  

No comments:

Post a Comment