জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম বর্তমানে একাধিক ধারাবাহিক ও খ- নাটকে অভিনয় করছেন। অচিরেই তিনি একটি চলচ্চিত্রের শুটিং শুরু করবেন। অভিনয় ও সমসাময়িক বিষয় নিয়ে কথা হলো
তার সঙ্গেমোশাররফ করিমলাইট-ক্যামেরা-অ্যাকশন...
২৪ ঘণ্টার মধ্যে আমাকে ১২ ঘণ্টাই লাইট-ক্যামেরা-অ্যাকশনের মধ্যে থাকতে হচ্ছে। কারণ বর্তমানে বিভিন্ন টিভি চ্যানেলে আমার ডজনখানেক ধারাবাহিক নাটক প্রচার হচ্ছে। এক কথায় বলতে গেলে, অভিনয়ই এখন আমার ধ্যান-জ্ঞান।
নতুন ধারাবাহিক নিয়ে ব্যস্ততা...
নতুন ২-৩টি ধারাবাহিকে অভিনয় করছি। এগুলো হচ্ছে_ 'তিনি আসবেন', 'হোসেন ভাইয়ের দোকানে আসা মানুষগুলো' ইত্যাদি।
ঢাকাইয়া ভাষার সংলাপে বিড়ম্বনা...
'তিনি আসবেন' ধারাবাহিকে ঢাকাইয়া ভাষায় সংলাপ বলতে হচ্ছে। এটি আমার জন্য খুবই চ্যালেঞ্জিং। তবে আমরা অভিনয়শিল্পীরা এ বিষয়ে পরস্পরকে যথেষ্ট সহযোগিতা করছি। পরিচালকসহ সবাই মিলে আমরা দর্শককে সম্পূর্ণ বিনোদনধর্মী একটি ধারাবাহিক নাটক উপহার দেয়ার চেষ্টা করছি। আশা করছি, ধারাবাহিকটি দর্শকরা ভালোভাবেই উপভোগ করবেন।
বিজয় দিবসের নাটক...
বিজয় দিবস উপলক্ষে 'অভিনেতা' শিরোনামে একটি খ- নাটকের শুটিং করছি। এ নাটকে আমাকে অভিনেতা হিসেবেই দেখা যাবে। এতে একজন অভিনেতার কাছে রাজাকার চরিত্রে অভিনয়ের অনুরোধ আসে। কিন্তু তিনি এ নিয়ে মনস্তাত্তি্বক দ্বন্দ্বে ভোগেন।
ইংল্যান্ডে চলচ্চিত্রের শুটিং...
ইংল্যান্ডে 'সাড়ে তিন মণ' চলচ্চিত্রের শুটিং করব। তবে সেখানে কবে যাব, সে বিষয়টি ভিসা পাওয়ার ওপর নির্ভর করছে।
মানহীন নাটকের কারণ...
মানসম্মত একটি নাটক তৈরি করতে মোটা অঙ্কের অর্থের প্রয়োজন। কিন্তু আমাদের দেশের নাট্য প্রযোজকদের এত অর্থ ব্যয় করে নাটক নির্মাণের মানসিকতা নেই। তবে আমি মনে করি, আমাদের দেশে গুণী শিল্পী আছে, ভালো চিত্রনাট্য আছে এবং বিনোদনপ্রেমী দর্শকও আছে। এখন পর্যাপ্ত বাজেট হলেই মানসম্মত নাটক তৈরি করা সম্ভব হবে।
পরিচালনায়...
অভিনয়, গান, চিত্রনাট্য রচনা সবকিছুই করেছি। তবে এসব কোনো কিছুই পরিকল্পনামাফিক করিনি। তাই পরিচালক হিসেবেও হয়তো হুট করেই নাম লিখিয়ে ফেলতে পারি। তবে আমার সমস্যা হলো, একসঙ্গে একাধিক কাজ করতে পারি না। যদিও এখন একসঙ্গে দুটি কাজই করছি। অভিনয় ও সংসার। আপাতত এই দুটি নিয়েই থাকতে চাই।
শুটিং স্পটে স্ত্রীর সঙ্গে সম্পর্ক...
নাটকের সেটে স্ত্রীর (জুঁই) সঙ্গে আমার সম্পর্কটা সহশিল্পীর মতোই। তাই পুরো বিষয়টাই আমি উপভোগ করি। - যায় যায় দিন
২৪ ঘণ্টার মধ্যে আমাকে ১২ ঘণ্টাই লাইট-ক্যামেরা-অ্যাকশনের মধ্যে থাকতে হচ্ছে। কারণ বর্তমানে বিভিন্ন টিভি চ্যানেলে আমার ডজনখানেক ধারাবাহিক নাটক প্রচার হচ্ছে। এক কথায় বলতে গেলে, অভিনয়ই এখন আমার ধ্যান-জ্ঞান।
নতুন ধারাবাহিক নিয়ে ব্যস্ততা...
নতুন ২-৩টি ধারাবাহিকে অভিনয় করছি। এগুলো হচ্ছে_ 'তিনি আসবেন', 'হোসেন ভাইয়ের দোকানে আসা মানুষগুলো' ইত্যাদি।
ঢাকাইয়া ভাষার সংলাপে বিড়ম্বনা...
'তিনি আসবেন' ধারাবাহিকে ঢাকাইয়া ভাষায় সংলাপ বলতে হচ্ছে। এটি আমার জন্য খুবই চ্যালেঞ্জিং। তবে আমরা অভিনয়শিল্পীরা এ বিষয়ে পরস্পরকে যথেষ্ট সহযোগিতা করছি। পরিচালকসহ সবাই মিলে আমরা দর্শককে সম্পূর্ণ বিনোদনধর্মী একটি ধারাবাহিক নাটক উপহার দেয়ার চেষ্টা করছি। আশা করছি, ধারাবাহিকটি দর্শকরা ভালোভাবেই উপভোগ করবেন।
বিজয় দিবসের নাটক...
বিজয় দিবস উপলক্ষে 'অভিনেতা' শিরোনামে একটি খ- নাটকের শুটিং করছি। এ নাটকে আমাকে অভিনেতা হিসেবেই দেখা যাবে। এতে একজন অভিনেতার কাছে রাজাকার চরিত্রে অভিনয়ের অনুরোধ আসে। কিন্তু তিনি এ নিয়ে মনস্তাত্তি্বক দ্বন্দ্বে ভোগেন।
ইংল্যান্ডে চলচ্চিত্রের শুটিং...
ইংল্যান্ডে 'সাড়ে তিন মণ' চলচ্চিত্রের শুটিং করব। তবে সেখানে কবে যাব, সে বিষয়টি ভিসা পাওয়ার ওপর নির্ভর করছে।
মানহীন নাটকের কারণ...
মানসম্মত একটি নাটক তৈরি করতে মোটা অঙ্কের অর্থের প্রয়োজন। কিন্তু আমাদের দেশের নাট্য প্রযোজকদের এত অর্থ ব্যয় করে নাটক নির্মাণের মানসিকতা নেই। তবে আমি মনে করি, আমাদের দেশে গুণী শিল্পী আছে, ভালো চিত্রনাট্য আছে এবং বিনোদনপ্রেমী দর্শকও আছে। এখন পর্যাপ্ত বাজেট হলেই মানসম্মত নাটক তৈরি করা সম্ভব হবে।
পরিচালনায়...
অভিনয়, গান, চিত্রনাট্য রচনা সবকিছুই করেছি। তবে এসব কোনো কিছুই পরিকল্পনামাফিক করিনি। তাই পরিচালক হিসেবেও হয়তো হুট করেই নাম লিখিয়ে ফেলতে পারি। তবে আমার সমস্যা হলো, একসঙ্গে একাধিক কাজ করতে পারি না। যদিও এখন একসঙ্গে দুটি কাজই করছি। অভিনয় ও সংসার। আপাতত এই দুটি নিয়েই থাকতে চাই।
শুটিং স্পটে স্ত্রীর সঙ্গে সম্পর্ক...
নাটকের সেটে স্ত্রীর (জুঁই) সঙ্গে আমার সম্পর্কটা সহশিল্পীর মতোই। তাই পুরো বিষয়টাই আমি উপভোগ করি। - যায় যায় দিন
No comments:
Post a Comment