
শুক্রবার রাত ৯টার দিকে ঝাঁকুনি দিয়ে এমভি দীপরাজ নামে যাত্রীবাহী একটি লঞ্চ বরিশালে কীর্তনখোলা নদীর সদর উপজেলার চরআবদানি এলাকায় একটি ধানক্ষেতে উঠে যায়।
বরিশাল যাত্রীবাহী একটি দুর্ঘটনার সময় দীপরাজ নামে লঞ্চটিতে অন্তত দুই হাজার যাত্রী ছিলেন বলে জানিয়েছেন বরিশাল নগর পুলিশের কাউনিয়া থানার এসআই ফরহাদ হোসেন।
অন্ধকার ও কুয়াশার কারণে লঞ্চটি দিক হারিয়ে ফেলে বলে পুলিশের ধারণা। অবশ্য লঞ্চ কর্তৃপক্ষ বলছে মাস্টার ইচ্ছে করেই ঘটনাটি ঘটিয়েছেন।
লঞ্চের বরিশাল অফিসের ব্যবস্থাপক নিয়াজ মোর্শেদ বলেন, মাস্টার আক্তার হোসেন ইচ্ছে করেই এ ঘটনা ঘটিয়েছে। সে প্রায়ই অন্য লঞ্চের সঙ্গে প্রতিযোগিতায় মেতে ওঠে। এ জন্য সকালে তাকে বকাঝকা করা হয়েছিলে। এতে ক্ষিপ্ত হয়েই সে এ কা- ঘটিয়েছে।
এ ব্যাপারে কথা বলতে মাস্টার আক্তার হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলেও তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।
যাত্রীদের বরাত দিয়ে কাউনিয়া থানার এসআই ফরহাদ হোসেন জানান, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে বরিশাল লঞ্চঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে দীপরাজ।-বরিশাল ব্যুরো
No comments:
Post a Comment