Wednesday, December 31, 2014

রাগ করে চলে গেলেন সাজেদা চৌধুরী

বাংলাদেশ ব্যাংকের গভর্নর . আতিউর রহমান বরণ করতে না আসায় রাগ করে ওই অনুষ্ঠান থেকে চলে গেলেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী। তিনি অনুষ্ঠানটির প্রধান অতিথি ছিলেন। আর প্রধান অতিথি রাগ করে চলে যাওয়ায় শেষ পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের অনুষ্ঠানটিও - হয়ে গেছে।
'
বিজয়ের ৪৪ বছর : বঙ্গবন্ধুর স্বপ্ন অর্থনৈতিক মুক্তি' শিরোনামে মঙ্গলবার বিকালে বাংলাদেশ ব্যাংক একটি অনুষ্ঠানের আয়োজন করে। বিকাল সোয়া ৪টার দিকে সাজেদা চৌধুরী ব্যাংকের প্রধান কার্যালয়ে যান। সময় তাকে স্বাগত জানাতে
এগিয়ে যান ব্যাংকটির সিবিএ নেতারা। এই নেতারা প্রধান অতিথিকে গভর্নরের কার্যালয়ে যেতে বললে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। সিবিএ নেতাদের উদ্দেশে সাজেদা চৌধুরী বলেন, 'হু ইজ গভর্নর? আমি সাজেদা চৌধুরী।' এরপর তিনি গাড়ি নিয়ে বেরিয়ে যান।
এরপর সিবিএ নেতারা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু সস্নোগান দিতে দিতে গভর্নরের কাছে গিয়ে সাজেদা চৌধুরীর চলে যাওয়ার বিষয়টি জানান। সেখানে তখন পিকেএসএফের মহাপরিচালক খালেকুজ্জামানও উপস্থিত ছিলেন।
সাজেদা চৌধুরীর চলে যাওয়ার বিষয়টি শুনে গভর্নরও রেগে যান। সিবিএ নেতাদের উদ্দেশে তিনি বলেন, 'তোমরা যেটা পারো না সেটা করতে যাও কেন? আর আমাকে আগে এসব বিষয় জানাওনি কেন? তিনি এলেন আবার চলেও গেলেন। আমিও অনুষ্ঠানে থাকবো না।'
এরপর চলে যান গভর্নরও। বাতিল হয়ে যায় বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ ব্যাংক আয়োজিত অনুষ্ঠানটি। - যাযাদি রিপোর্ট
রাগ করে চলে গেলেন সাজেদা চৌধুরীযাযাদি রিপোর্ট বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান বরণ করতে না আসায় রাগ করে ওই অনুষ্ঠান থেকে চলে গেলেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী। তিনি অনুষ্ঠানটির প্রধান অতিথি ছিলেন। আর প্রধান অতিথি রাগ করে চলে যাওয়ায় শেষ পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের অনুষ্ঠানটিও প- হয়ে গেছে।
'বিজয়ের ৪৪ বছর : বঙ্গবন্ধুর স্বপ্ন ও অর্থনৈতিক মুক্তি' শিরোনামে মঙ্গলবার বিকালে বাংলাদেশ ব্যাংক একটি অনুষ্ঠানের আয়োজন করে। বিকাল সোয়া ৪টার দিকে সাজেদা চৌধুরী ব্যাংকের প্রধান কার্যালয়ে যান। এ সময় তাকে স্বাগত জানাতে
এগিয়ে যান ব্যাংকটির সিবিএ নেতারা। এই নেতারা প্রধান অতিথিকে গভর্নরের কার্যালয়ে যেতে বললে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। সিবিএ নেতাদের উদ্দেশে সাজেদা চৌধুরী বলেন, 'হু ইজ গভর্নর? আমি সাজেদা চৌধুরী।' এরপর তিনি গাড়ি নিয়ে বেরিয়ে যান।
এরপর সিবিএ নেতারা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু সস্নোগান দিতে দিতে গভর্নরের কাছে গিয়ে সাজেদা চৌধুরীর চলে যাওয়ার বিষয়টি জানান। সেখানে তখন পিকেএসএফের মহাপরিচালক খালেকুজ্জামানও উপস্থিত ছিলেন।
সাজেদা চৌধুরীর চলে যাওয়ার বিষয়টি শুনে গভর্নরও রেগে যান। সিবিএ নেতাদের উদ্দেশে তিনি বলেন, 'তোমরা যেটা পারো না সেটা করতে যাও কেন? আর আমাকে আগে এসব বিষয় জানাওনি কেন? তিনি এলেন আবার চলেও গেলেন। আমিও এ অনুষ্ঠানে থাকবো না।'
এরপর চলে যান গভর্নরও। বাতিল হয়ে যায় বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ ব্যাংক আয়োজিত অনুষ্ঠানটি।
- See more at: http://www.jjdin.com/?view=details&type=single&pub_no=1058&cat_id=1&menu_id=13&news_type_id=1&news_id=159045&archiev=yes&arch_date=31-12-2014#sthash.Iv5NqD3Z.dpuf

No comments:

Post a Comment