Thursday, December 11, 2014

ধর্ষণের ঘটনায় সোনামের নিন্দা


আজ আনন্দ ডেস্ক
সমপ্রতি দিলি্লতে ট্যাক্সিতে ঘটে যাওয়া ধর্ষণের ঘটনার কড়া ভাষায় নিন্দা করেন সোনাম কাপুর। তিনি দাবি করলেন, মহিলাদের নিরাপত্তার নিরিখে দিলি্লর চেয়ে মুম্বাই অনেক বেশি নিরাপদ। গত শুক্রবার রাতে, পঁচিশ বছর বয়সি এক মহিলা, নয়াদিলি্লর বসন্তবিহার থেকে উবের সংস্থার একটি ট্যাক্সি নেন রাত সাড়ে নটা নাগাদ। তারপরই ঘটে সেই দুর্ভাগ্যজনক ঘটনা। ২০১১ সালের ভয়াবহ দিলি্ল ধর্ষণকা-ের পর রাজধানীর পরিস্থিতি যে এতটুকুও বদলায়নি, তা ফের আঙুল দিয়ে দেখিয়ে দিল এই ঘটনা। রাতের রাজধানীর রাজপথ এখনও পর্যন্ত মহিলাদের জন্য একইরকমের বিপদজনক। সমপ্রতি দিলি্লর এই ধর্ষণের পর কেন্দ্রীয় সরকার সিন্ধান্ত নেয় উবের সংস্থার সমস্ত পরিষেবা রাজধানীতে বন্ধ করে দেওয়ার। এবিষয় সোনামের বক্তব্য, এখানে সংস্থার কোনো দোষ নেই। তাঁর মতে, এটা সরকার বা প্রশাসনের গাফিলতি, কারণ তারা ঠিকমতো যাচাই না করেই উবের সংস্থার চালকদের ক্যারেক্টর সার্টিফিকেট দিয়ে দিয়েছে। অনিল কন্যার দাবি, ধর্ষণের ক্ষেত্রে আরও কঠিন আইন প্রনয়ন করা উচিত্ এবং শাস্তিও চরম হওয়া প্রয়োজন। তবে, সবকিছুর উর্দ্ধে মানুষের মানসিকতার পরিবর্তন হওয়া একান্ত প্রয়োজনীয়, কারণ কোনও কিছু বন্ধ করে বা আরোপ করে কোনও বদল আনা সম্ভব নয়।ডেসটিনি

No comments:

Post a Comment