Thursday, December 11, 2014

তৃতীয়বারের মতো শাকিব ও বকুল


আজ আনন্দ প্রতিবেদক
এই নিয়ে তৃতীয়বারের মতো শাকিব খানের সঙ্গে একই চলচ্চিত্রে অভিনয় করছেন অভিনেত্রী আরজুমান্দ আরা বকুল। মনতাজুর রহমান আকবরের পরিচালনায় নতুন চলচ্চিত্র 'মাই ডার্লিং' চলচ্চিত্রে আবারো শাকিব খানের সঙ্গে অভিনয় করছেন বকুল। শাকিবের সঙ্গে এর আগে প্রথম আরজুমান্দ আরা বকুল অভিনয় করেন আজিজুর রহমানের 'ডাক্তার বাড়ি' চলচ্চিত্রে। এরপর আবারো অভিনয় করেন জাকির হোসেন রাজুর নির্দেশনায় 'ভালোবাসলেই ঘর বাঁধা যায় না' চলচ্চিত্রে। মঙ্গলবার রাজধানীর অদূরে পূবাইলে শাকিবের বাড়িতে শুটিং চলাকালীন সময় আরজুমান্দ আরা বকুলকে শাকিব বলেন, আপনার সঙ্গে এর আগে ডাক্তার বাড়ি, ভালোবাসলেই ঘর বাঁধা যায় না চলচ্চিত্রে কাজ করেছি। আমার স্পষ্ট মনে আছে। আরজুমান্দ আরা বকুল বলেন, অভিনয়ে শাকিব নিজেকে অনেক পরিপক্ক করেছেন। তাকে যে চরিত্রই দেয়া হচ্ছে সে চরিত্রেই তিনি নিজেকে বেশ মানিয়ে নিয়ে মনেরমতো অভিনয় করছেন। সত্যি বলতে কী একজন শিল্পীর সফলতা সেখানেই যখন নিজেকে শিল্পী আলাদাভাবে উপস্থাপন করতে পারেন। শাকিব তা পারছেন। এদিকে শাকিব এর আগে শফিক হাসানের নির্দেশনায় 'স্বপ্ন ছোঁয়া' চলচ্চিত্রের কাজ করেছেন। এতে তার বিপরীতে আছেন পরীমণি ও তান্হা। গত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ওয়াকিল আহমেদের 'সেরা নায়ক', ওয়াজেদ আলী সুমনের 'হিটম্যান' ও নজরুল ইসলাম খানের 'হিটম্যান' বেশ ব্যবসাসফল হয়েছে। এদিকে চলতি বছরে আরজুমান্দ আরা বকুল নাটকে অভিনয়ের চেয়ে চলচ্চিত্রেই বেশি কাজ করেছেন। আরজুমান্দ আরা বকুল এরই মধ্যে শেষ করেছেন সাফি উদ্দিন সাফির 'বিগ ব্রাদার', মনতাজুর রহমান আকবরের 'বুঝেনা সে বুঝেনা', আকরাম খানের 'ঘাসফুল' ও ওয়াজেদ আলী সুমনের 'আমার মন জুড়ে তুই' চলচ্চিত্রের কাজ।-ডেসটিনি

No comments:

Post a Comment