Wednesday, December 31, 2014

আসিফ আকবরের নতুন অ্যালবাম ‘জানরে’


  আসিফ আকবরের নতুন অ্যালবাম ‘জানরে’
প্রকাশিত হলো জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের নতুন একক অ্যালবাম ‘জানরে’। অ্যালবামটি সাজানো হয়েছে মোট ৮টি গান দিয়ে। এটি প্রকাশিত হয় আর্ব এন্টারটেইনমেন্টের ব্যানারে।
অ্যালবামের গানগুলো লিখেছেন শহিদুল্লাহ ফরায়েজী, রাজীব আহমেদ, প্রদীপ সাহা, বাকীউল আলম, মারুফ আহমেদ ও মেজর আনিসুল ইসলাম (অবসরপ্রাপ্ত)।
সুর-সংগীতায়োজন করছেন লাকী আখন্দ, নাজির মাহমুদ, উজ্জ্বল সিনহা, বিনোদ রায়, আহমেদ কিসলু, জাকের রানা ও নিশান-ই মোমেন।
এরই মধ্যে অ্যালবাম থেকে দুটি গানের মিউজিক ভিডিও করা হয়েছে। আর ডিজিটাল মিডিয়ায় প্রকাশিত অ্যালবামের ‘জানরে’ গানটি বেশ আলোচনায়ও এসেছে।
এই প্রসঙ্গে আসিফ আকবর বলেন, "অ্যালবামের গানগুলো ডিজিটালি প্রকাশ পাওয়ার পর অনেক ভাল রেসপন্স পেয়েছি। আর ভিডিওগুলোও পছন্দ করেছেন সবাই। এবার শ্রোতাদের চাহিদা মাথায় রেখে ফিজিক্যালি প্রকাশ করলাম ‘জানরে’। আশা করি এ্যালবামটি সবার ভালো লাগবে।"পরিবর্তন

No comments:

Post a Comment