Thursday, December 11, 2014

বড় মানবাধিকার হরণ হয়েছে ৫ জানুয়ারি: মান্না

 নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, দেশের সবচেয়ে বড় মানবাধিকার হরণের ঘটনা ঘটেছে জানুয়ারি। ওইদিন দেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের ১৬ কোটি মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছেন।
বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় কথা বলেন মান্না। 'মানবাধিকার হরণ : কি পরিস্থিতিতে দেশ' শিরোনামে ওই আলোচনা সভা আয়োজন করেছে 'মৌলিক অধিকার সুরক্ষা কমিটি'
গতকাল বুধবার বেলা পৌনে ১১টার দিকে আলোচনা সভা শুরু হয়। মানবাধিকার লঙ্ঘনের শিকার ভুক্তভোগী পরিবারের প্রায় ২০ জন সদস্য আলোচনার প্রথম পর্বে তাদের দুর্বিষহ অভিজ্ঞতার কথা তুলে ধরেন।
দ্বিতীয় পর্বে বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য রাখেন। এই পর্যায়ে বক্তব্য দিতে গিয়ে জানুয়ারির দশম জাতীয় সংসদ নির্বাচনকে দেশের সবচেয়ে বড় মানবাধিকার হরণের ঘটনা হিসেবে অভিহিত করেন মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, জানুয়ারির আগে প্রধানমন্ত্রী বলেছিলেন, সংবিধান রক্ষার জন্য নির্বাচন করা হচ্ছে
-যাযাদি রিপোর্ট

No comments:

Post a Comment