Thursday, December 11, 2014

বিয়ের জন্য প্রস্তুত ক্যামেরন ডিয়াজ


বিনোদন ডেস্ক ক্যামেরন ডিয়াজবিয়ের জন্য নিজেকে প্রস্তুত করেছেন হলিউড অভিনেত্রী ক্যামেরন ডিয়াজ। তবে তিনি কিছুদিন আগেও বিয়ে প্রথার বিরুদ্ধে কথা বলেছিলেন। কিন্তু সম্প্রতি হুট করেই বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন ৪২ বছর বয়সী অভিনেত্রী। ডেইলিমেইলের খবরে জানা গেছে, ক্যারিয়ারের কারণেই বিয়ের সিদ্ধান্ত থেকে দূরে সরে এসেছিলেন ক্যামেরন। তবে এখন তিনি নিঃসঙ্গবোধ করছেন। তাই একাকিত্ব দূর করতে জীবনসঙ্গী চাইছেন ক্যামেরন। প্রসঙ্গে তিনি বলেন, 'আমি বিয়ে করার জন্য প্রস্তুত আছি। কারণ আমি মনে করি, বিয়ে একটি সুন্দর জীবনের নিশ্চয়তা দেয়। আমিও তেমনি একটি সুন্দর জীবন চাই। তাই সুপাত্রের সন্ধান পেলে নতুন বছরের শুরুতেই আমার বিয়ে করার পরিকল্পনা রয়েছে।' সূত্রটি আরো জাানিয়েছে, ক্যামেরনের সিদ্ধান্তে যারপরনাই খুশি তার পরিবার। তারা ক্যামেরনের জন্য পাত্র দেখতে শুরু করেছেন।
ক্যামেরন একের পর এক ছবিতে দুর্দান্ত অভিনয় করে হলিউডের অপ্রতিদ্বন্দ্বী অভিনেত্রী বনে গেছেন। সম্প্রতি 'সেক্স টেপ' ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে আলোচনার শীর্ষে চলে এসেছেন তিনি। ছবিতে আগের চেয়েও আবেদনময়ী রূপে উপস্থিত হয়েছেন ক্যামেরন। ছবিটি এরই মধ্যে দারুণ ব্যবসা সফল হয়েছে

No comments:

Post a Comment