
৫ই জানুয়ারি দেশে সবচেয়ে বড় মানবাধিকার হরণের ঘটনা ঘটেছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।
তিনি বলেন, ওই দিন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ১৬ কোটি মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছেন। সকালে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় মান্না এ কথা বলেন। মৌলিক অধিকার সুরক্ষা কমিটি নামের একটি সংগঠন 'মানবাধিকার হরণ: এ কী পরিস্থিতিতে দেশ' শীর্ষক ওই আলোচনা সভার আয়োজন করেছে।
মান্না বলেন, ৫ই জানুয়ারির আগে প্রধানমন্ত্রী বলেছিলেন, সংবিধান রক্ষার জন্য এ নির্বাচন করা হচ্ছে। কিন্তু নির্বাচন পার হওয়ার পর এখন তিনি পাঁচ বছর ক্ষমতায় থাকার কথা বলছেন। আলোচনায় অংশ নেন কলাম লেখক সৈয়দ আবুল মকসুদ, বিশিষ্ট আইনজীবী শাহদীন মালিক, সারা হোসেন, মানবাধিকারকর্মী শাহনাজ হুদা প্রমুখ।-আমাদের প্রতিদিন ডটকম
No comments:
Post a Comment