
দেশী-বিদেশীরা ঐক্যবদ্ধ হয়ে দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন- দেশী-বিদেশীরা ঐক্যবদ্ধ হয়ে দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চায়। কিন্তু বাংলার মানুষ বিজয় দিবসে শপথ নিয়েছে, ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্র মোকাবিলা করবে।
বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার সকালে ধানমণ্ডিতে জানির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি বলেন, খালেদা জিয়া নির্বাচন না করে পরাজয়ের গ্লানি থেকে নানাধরনের ষড়যন্ত্র করছে। কিন্ত বাংলার মানুষ এই ষড়যন্ত্র রুখবে। অবিলম্বে যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকর হবে।
এর আগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত, মতিয়া চৌধুরী, আমির হোসেন আমুসহ দলের জ্যেষ্ঠ নেতারা।-আমাদের প্রতিদিন ডটকম
No comments:
Post a Comment