Monday, December 1, 2014

৫০ লাখ পুলিশও আন্দোলন থামাতে পারবে না



বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, 'প্রধানমন্ত্রী গতকাল বলেছেন, মামলার ভয়ে বেগম খালেদা জিয়া পালিয়ে বেড়াচ্ছেন। বেগম জিয়া পালিয়ে বেড়াচ্ছেন না তিনি সারা দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছেন না। আর এ কারণে ভয়ে ক্ষমতায় টিকে থাকার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ৫০ হাজার পুলিশ নিয়োগ দেয়া হবে।'

মির্জা আব্বাস বলেন, '৫০ হাজার নয় ৫০ লাখ পুলিশও আমাদের আন্দোলন থামাতে পারবে না। আন্দোলন অব্যাহত থাকবে, দুর্বার আন্দোলন হবে।'

শনিবার বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে ২০ দলীয় জোট আয়োজিত জনসভায় এসব কথা বলেন আব্বাস। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নতুন নির্বাচনের দাবিতে এই জনসমাবেশের আয়োজন করা হয়েছে।

জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ৩টা ১০ মিনিটে জনসভামঞ্চে ওঠেন তিনি।

এরআগে শনিবার সকাল সকাল ১০ টা ২২ মিনিটে গুলশানের বাসভবন কুমিল্লার উদ্দেশ্যে রওনা হন বেগম জিয়া।-আমাদের প্রতিদিন ডটকম

No comments:

Post a Comment