
সচিবালয়ে নিজ দফতরে রবিবার প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান সাংবাদিকের এ তথ্য জানান।
দুটি পরীক্ষায় এবার প্রায় ৫২ লাখ শিক্ষার্থী অংশ নিয়েছে। জেএসসি ও জেডিসি পরীক্ষায় ২০ লাখ ৯০ হাজার ৬৯২ জন শিক্ষার্থী এবং প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় ৩০ লাখ ৯৪ হাজার ২৬৫ জন অংশ নিয়েছে।
প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী বলেন, সকালে প্রধানমন্ত্রীর কাছে দুই পরীক্ষার ফলাফলের সারসংক্ষেপ তুলে দেওয়া হবে। এরপর সকাল ১১টায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জেএসসি (জুনিয়র স্কুল সার্টিফিকেট) ও জেডিসি (জুনিয়র দাখিল সার্টিফিকেট) পরীক্ষার ফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।
প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনীর ফল ৩০ ডিসেম্বর দুপুর সাড়ে ১২টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকাশ করা হবে বলেও জানান মোস্তাফিজুর রহমান।
এর আগে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সাব-কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক দিলারা হাফিজ বলেছিলেন, জেএসসি ও জেডিসি পরীক্ষার ফল ২৮ ডিসেম্বর প্রকাশের প্রস্তুতি নিয়ে আমরা এগোচ্ছি। ওইদিন ফল প্রকাশের জন্য প্রধানমন্ত্রীর কাছে সময়ও চাওয়া হয়েছে। তবে ২৮ ডিসেম্বর সময় দিতে না পারলে প্রধানমন্ত্রীর সম্মতি সাপেক্ষে ২৯ ডিসেম্বর ফল প্রকাশের জন্য প্রস্তুত আছি আমরা।
প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর ব্যস্ততা থাকায় তিনি দুটি পরীক্ষার ফল প্রকাশের জন্য ৩০ ডিসেম্বর সময় দিয়েছেন। একই দিন বিনামূল্যের বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
মোস্তাফিজুর রহমান বলেন, সংবাদ সম্মেলনের পর পরই ওয়েবসাইটে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার ফল পাওয়া যাবে।
এ বছর ২ নভেম্বর থেকে জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও জামায়াতে ইসলামির হরতালের কারণে তা হয়নি।
পরীক্ষা শুরু হয় ৭ নভেম্বর। হরতালের কারণে প্রথম দফায় ২ ও ৩ নভেম্বরের পরীক্ষা পরিবর্তন করে ৭ ও ১৪ নভেম্বর নেওয়া হয়। দ্বিতীয় দফায় ৫ ও ৬ নভেম্বরে ঘোষিত পরীক্ষা ১৯ ও ২০ নভেম্বর পরিবর্তন করা হয়। তবে পূর্ব ঘোষিত সময়সূচি অনুযায়ী ১৮ ডিসেম্বর পরীক্ষা শেষ হওয়ার কথা ছিলো।
প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা গত ২৩ নভেম্বর শুরু হয়ে শেষ হয় ৩০ নভেম্বর।
বই উৎসব একসঙ্গে
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী বলেন, ১ জানুয়ারি আমরা শিক্ষার্থীদের হাতে পাঠ্যবই তুলে দেব।
তিনি আরো বলেন, এবার শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে একসঙ্গে ১ জানুয়ারি মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে বই উৎসব পালন করবে।-আমাদের প্রতিদিন ডটকম
No comments:
Post a Comment