
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠককারী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক। আজ দুপুরে মন্ত্রণলয়ের জনসংযোগ কর্মকর্তা তৌহিদুর রহমানের মাধ্যমে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, প্রতিমন্ত্রী বলেছেন, খালেদা জিয়ার সঙ্গে বৈঠককারীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া শুরু হবে।
তবে সরকার ওই ঘটনাকে হালকাভাবে নেবে না জানিয়ে তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রাসনিক ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। তবে কতজন কর্মকর্তা-কর্মচারীকে শনাক্ত করা হয়েছে সে বিষয়ে কিছু জানাননি জনসংযোগ কর্মকর্তা।
উল্লেখ্য, গত ৪ঠা ডিসেম্বর রাতে খালেদা জিয়ার সঙ্গে তার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বেশ কয়েকজন সরকারি কর্মকর্তা বৈঠক করেছেন বলে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। তবে বিএনপির পক্ষ থেকে বিবৃতি দিয়ে ওই বৈঠকের খবর মিথ্যা ও ভিত্তিহীন বলে উড়িয়ে দেয়া হয়। -
আমাদের প্রতিদিন ডটকম
No comments:
Post a Comment