
বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশ বাচাঁও মানুষ বাচাঁও আন্দোলন আয়োজিত ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে’ এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
নোমান বলেন, “আওয়ামী লীগ সরকারের দেশে বিদেশে কোনো বন্ধু নেই। হাসানুল হক ইনু ও রাশেদ খান মেনন ছাড়া এ সরকারের পাশে আর কেউ নেই। এজন্যই তারা গুম খুন ও নির্যাতনের পথ বেছে নিয়েছে যাতে ক্ষমতায় টিকে থাকতে পারে।”
তিনি আরো বলেন, “বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে বিভিন্ন মিথ্যা মামলায় শাস্তি দিয়ে শেখ হাসিনা চিরদিন দেশ শাসন ও শোষণ করতে চায়।”
সাবেক এই মন্ত্রী বলেন, “দেশের জনগণ রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে আবার রক্ত দিয়ে হলেও দেশকে রক্ষা করবে। জনগণের ইটের টুকরা ও লাঠির প্রতিরোধের কাছে বন্দুক ও রাষ্ট্রীয় যন্ত্র টিকবে না।”
নির্যাতন করে সরকারের শেষ রক্ষা হবে না বলেও হুঁশিয়ার করেন সাবেক এই মন্ত্রী।
মানববন্ধনে সংগঠনের সভাপতি রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে আরো বক্তব্য দেন- বিএনপির সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, জাগপা সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান প্রমুখ।
নতুন বার্তা
No comments:
Post a Comment