Wednesday, December 3, 2014

দুর্নীতিতে বাংলাদেশ ১৪তম

দুর্নীতিতে বাংলাদেশের অবস্থার আরও অবনতি হয়েছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল 'টিআইএ'র ২০১৪ এর দুর্নীতি সূচকে বাংলাদেশের অবস্থান ১৪তম। গত বছর এ তালিকায় বাংলাদেশের অবস্থান ছিলো ১৬তম।বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে টিআইবি'র বিশ্ব দুর্নীতির সূচক প্রকাশ অনুষ্ঠানে দেয়া বক্তব্যে এ তথ্য জানান সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। টিআইবি সূচকে বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় প্রথম অবস্থানে রয়েছে সোমালিয়া ও উত্তর কোরিয়া।অন্যদিকে তালিকায় বিশ্বের সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে উঠে এসেছে ডেনমার্ক । এছাড়াও দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ আফগানিস্তান এবং সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশের তালিকার শীর্ষে রয়েছে ভুটান।একশ' স্কোরের মধ্যে বর্তমানে বাংলাদেশের স্কোর ২৫, যা গত বছর ছিল ২৭।-
আমাদের প্রতিদিন ডটকম

No comments:

Post a Comment