জানা গেছে, সর্বশেষ সন্তান জ্যাক্সনকে গর্ভধারণ করার পর থেকে জেড প্রতিদিন ১ রোল করে টয়লেট টিস্যু খেয়ে আসছেন।
এ ব্যাপারে জেড বলেন, "সর্বশেষ গর্ভধারণের ২ মাস থেকেই আমি এই টিস্যু খাওয়া শুরু করি। কিন্তু কি কারণে আমি টয়লেট টিস্যুর প্রতি আসক্ত হয়েছি তা এখনো অবগত নই।"
তিনি বলেন, "স্বাদ নেয়ার চেয়ে মুখের ভিতর টয়লেট টিস্যু রাখাটাই আমার কাছে খুব মজার। তবে আমার পরিবার থেকে এই অভ্যাস পরিহার করতে বলা হয়েছে। কেননা এই অভ্যাস আমার শরীরের জন্য ক্ষতিকর।"
এদিকে ১৫ মাস আগে জেড তার সর্বশেষ সন্তান জন্ম দেন। কিন্তু এখনো তিনি টিস্যু খাওয়া পরিহার করতে পারেননি। যখনই তিনি প্রকৃতির ডাকে সাড়া দিতে যান তখনই টিস্যু খান। প্রতিবার প্রকৃতির ডাকে সাড়া দেয়ার সময় তিনি ৮ টুকরো টয়লেট টিস্যু খান।
জেড প্রথম দিকে ১-২ টুকরো টয়লেট টিস্যু খেতেন। কিন্তু দিন দিন তার টিস্যু খাওয়ার পরিমান বৃদ্ধি পেতে থাকে। এখন তিনি এই অভ্যাস থেকে মুক্তি পেতে চান।
সূত্র: ডেইলি মিরর
No comments:
Post a Comment