শেলা নদী খুলে দিয়ে মংলা বন্দর সচল রাখার দাবীতে আগামী শুক্রবার বিক্ষোভ ও সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশ।
বুধবার দুপুর ১২টার দিকে তাদের এ সিদ্ধান্তের কথা জানান নৌযান শ্রমিক ফেডারেমনের প্রচার সম্পাদক শেখ আবুল কাশেম (মাষ্টার)।
তিনি আরো জানান- দাবী আদায়ে ওদিন বিকেল ৩টার দিকে নৌযান শ্রমিক ফেডারেশনের অন্তরভুক্ত লঞ্চ লেবার এসোসিয়েশন মংলা শাখা অফিসে সমাবেশের পর মেইন রোডে বিক্ষোভ অনুষ্ঠিত হবে।
নৌযান শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি মো. শাহ-আলম, সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম এবং অন্যান্য নেতৃবৃন্দ এ সমাবেশে ও বিক্ষোভ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
গত ৯ই ডিসেম্বর শেলা নদীতে দুর্ঘটনার পর থেকে ওই রুট দিয়ে সকল প্রকার নৌযান চলাচল বন্ধ রয়েছে। এর ফলে শরণখোলা, সণ্যাসী, কাউখালী, ঝালকাঠি ও মংলা রুটে তেলবাহী ও মালবাহী এক হাজারেরও বেশী জাহাজ আটকা পড়েছে।
বর্তমানে এসব নৌযানে কর্মরত ছয় হাজার কর্মচারী অনাহারে অর্ধহারে মানবেতর জীবন যাপন করছে। পরিস্থিতি নিরসনে সরকারের কাছে দফায় দফায় তাদের সংগঠনের পক্ষ থেকে লিখিত আবেদন করেছে। তবে সরকার এ ব্যাপারে কোন কর্ণপাত করছেন না।
দাবী না মানা হলে তাদের সংগঠন আরো কঠোর কর্মসূচী দিবেন বলেও জানান তিনি।-
No comments:
Post a Comment