শুক্রবার বেলা ৩টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াজ রহমানকে দেখে ফেরার সময় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
বদরুদ্দোজা চৌধুরী বলেন, “দেশের রাজনৈতিক প্রেক্ষাপট ধীরে ধীরে যে দিকে মোড় নিচ্ছে, তা দেশের জন্য একটি অশনি সংকেত। এক সময় এটি খারাপ পর্যায়ে, নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। আর তাই বিদেশীদের চাপে যদি সংলাপ হয় তা হবে দেশের জন্য লজ্জাজনক।”
দ্রুত সংলাপের মাধ্যমে দেশের চলমান রাজনৈতিক সংকট নিরসনের তাগিদ দিয়ে তিনি বলেন, ‘সংলাপ না হলে দেশ ভয়াবহ সংঘাতের দিকে যাবে। সমাধানের জন্য কথা বলতে হবে। এর কোনো বিকল্প নেই।”
বিএনপি ঘোষিত চলমান অবরোধ কর্মসূচি সমর্থন করেন কি না- সাংবাদিকদের এ প্রশ্নের সরাসরি উত্তর দেননি তিনি। তিনি বলেন, “সরকার ৫ তারিখে (জানুয়ারি) বিএনপিকে সমাবেশ করতে দেয়নি। ১২ তারিখে তারা নিজেরা সমাবেশ করে রাজনৈতিকভাবে হেরে গেছে।”
রিয়াজ রহমানের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করে বি চৌধুরী বলেন, “বতর্মানে তিনি সুস্থ রয়েছেন। কিন্তু তার অনেক ক্ষতি হতে পারত। আশা করি, যারা এ ঘটনায় জড়িত সরকার তাদের বিচারের আওতায় আনবে।”-পরিবর্তন
No comments:
Post a Comment