Sunday, January 4, 2015

হাতিরপুলে ছাত্রদলের মিছিল, ভাঙচুর


হাতিরপুলে ছাত্রদলের মিছিল, ভাঙচুরবিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে ‘অবরুদ্ধ’ করে রাখার প্রতিবাদে ও বিএনপির সমাবেশের সমর্থনে রাজধানীর হাতিরপুল এলাকায় বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
এসময় মিছিল থেকে কয়েকটি গাড়ি ভাঙচুর এবং ককটেল বিস্ফোরণ করা হয়।
মিছিলে নেতৃত্ব দেন ছাত্রদল কেন্দ্রীয় সভাপতি রাজীব আহসান, সাধারণ সম্পাদক আকরামুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ রাসেল, যুগ্ম সম্পাদক করিম সরকার ও আকতার।
এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার রোকনুজ্জামান তালুকদার, লিংকন, নাহিদ, কাজী রওনকুল ইসলাম শ্রাবন, মাইনুল ইসলাম, আবুল বাশার সিদ্দিকী, রিজভী আহমেদ, জহির, নাজমুল ও আরিফসহ ছাত্রদলের শতাধিক নেতাকর্মী মিছিলে উপস্থিত ছিলেন।-পরিবর্তন

No comments:

Post a Comment