Thursday, January 1, 2015

সানি লিওনই বলিউডে সেরা অভিনেত্রী



পর্নো তারকা থেকে বলিউডে আসা অভিনেত্রী সানি লিওনে মুগ্ধ তুষার কাপুর।
তুষারের মতে, বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে সবচেয়ে সেরা ও শীর্ষ অভিনেত্রী সানি লিওনই।

'মস্তিজাদে' নামের এক সেক্স কমেডি ছবিতে সানি লিওনের সঙ্গে কাজ করছেন তুষার কাপুর।

এ প্রসঙ্গে কথা বলতে গিয়ে গণমাধ্যমকে তিনি বলেন, সানির সঙ্গে কাজ করতে খুবই ভাল লেগেছে। সানি শুধু ভালো অভিনেত্রীই নন, একজন ভালো মানুষও।

তিনি দাবি করেন, তাদের অভিনীত 'মস্তিজাদে' অবশ্যই ব্লকবাস্টার হবে।

মিলাপ জাভেরি পরিচালিত সিনেমাটিতে সানি 'লায়লা লেলে' নামের এক চরিত্রে অভিনয় করছেন। সূত্র: এবিপি আনন্দ।

No comments:

Post a Comment