সংঘর্ষে নারী ও পথচারীসহ কমপক্ষে ১০জন আহত হয়েছেন। এ ঘটনায় ৮ জনকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে।
ফেনী মডেল থানার উপ পরিদর্শক (এসআই) জিয়াউল সংঘর্ষের কথা নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
জানা গেছে, ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার বিকেলে জেলা ছাত্রদল সভাপতি সভাপতি নইমুল্লা চৌধুরী বরাতসহ অন্যান্য নেতাকর্মীরা শহরের এফ রহমান এসি মার্কেটের সামনে থেকে একটি র্যালি বের করে।
র্যালিটি শহর প্রদক্ষিণ শেষে শহিদুল্লা কায়সার সড়কের ইসলামপুর রোড়ের মাথায় এলে মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ককটেল ছোঁড়া হয়। এসময় পুলিশের সাথে মিছিলকারীদের সংঘর্ষ বেধে যায়।
এসময় পুরো সড়ক রণক্ষেত্রে পরিণত হয়। মিছিলকারীরা কয়েকটি সিএনজিচালিত অটোরিকশা, দোকানপাট ভাঙচুর ও পুলিশকে লক্ষ্যকরে ইটপাটকেল নিক্ষেপ করে।-পরিবর্তন
No comments:
Post a Comment