Friday, January 2, 2015

হঠাৎ চোটে পড়লেন মুশফিক

হঠাৎ চোটে পড়লেন মুশফিক
ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে মাঠে নামার আগে বৃহস্পতিবার মিরপুরে দলের অনুশীলনের সময় হঠাৎ চোট পান মুশফিকুর রহিম।
বিসিবি একাডেমি মাঠে প্রাইম দোলেশ্বরের হয়ে অনুশীলন করছিলেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক। অনুশীলনের সময় ফুটবল খেলতে গিয়ে ধাক্কা খেয়ে কাঁধে চোট পান মুশফিক।
বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, ‘মুশফিকের চোটটা গুরুতর নয়। আগে থেকেই মুশফিকের কাঁধের সমস্যা ছিল। ডাইভ দিতে গিয়ে মাঝে মধ্যে কাঁধের জোড়টা নড়ে যায়।
তেমনি আজও জোড়টা নড়ে গেছে। শনিবার মুশফিকের একটা স্ক্যান করাব। তারপর বোঝা যাবে চোট কতটা গুরুতর।’
এছাড়া বিশ্বকাপ নিয়ে জানতে চাইলে দেবাশীষ বলেন, ‘মুশফিকের চোট নিয়ে চিন্তার কিছু নেই। চোটটা অতটা গুরুতর নয়। হয়তো সেরে উঠতে সপ্তাহ খানেক সময় লাগতে পারে।’-পরিবর্তন

No comments:

Post a Comment