Monday, January 5, 2015

সোহেলের নেতৃত্বে মিছিল, পুলিশের মোটরসাইকেলে আগুন

রাজধানীর বিজয়নগর এলাকায় ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব হাবিব-উন নবী খান সোহেলের নেতৃত্বে মিছিল করেছে বিএনপি নেতাকর্মীরা।
সোমবার দুপুর ১২টার দিকে মিছিল নিয়ে বিএনপি কার্যালয়ের দিকে যাওয়ার চেষ্টা করেন বিএনপি নেতাকর্মীরা।
এ সময় পুলিশ বাধা দিলে বিএনপি নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। একপর্যায়ে পুলিশের একটি মোটরসাইকেলে আগুন দেয় ক্ষুব্ধ নেতাকর্মীরা।
এরপর যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের নিয়ে পল্টন এলাকার অলিগলিতে অভিযান চালায় পুলিশ। বিভিন্ন দোকানে আশ্রয় নেয়া নেতাকর্মী ও সাধারণ মানুষসহ অন্তত ২০ জনকে গ্রেপ্তার করা হয়।
এখনো ওই এলাকায় অভিযান চলছে। দোকানে দোকানে হানা দিচ্ছে পুলিশ ও যুবলীগ-ছাত্রলীগ নেতাকর্মীরা।-আমারদেশ

No comments:

Post a Comment