Sunday, January 4, 2015

জাতীয় প্রেস ক্লাব চত্বেরে আ.লীগ-বিএনপিপন্থী সাংবাদিকদের মুখোমুখি অবস্থান : বাইরে প্রজন্মলীগের সমাবেশ

জাতীয় প্রেস ক্লাব চত্বরে মুখোমুখি অবস্থান রয়েছে আওয়মী লীগ ও বিএনপি পন্থী সাংবাদিকরা। সেখানে সকাল থেকে সরকারের পক্ষে সমাবেশ করছেন সরকার সমর্থিত আওয়ামী লীগ ও বাকশাল পন্থী সাংবাদিকরা। তারা সরকারের পক্ষে বিভিন্ন শ্লোগান দিচ্ছেন। এতে সকাল ১০টার দিকে বক্তৃতা করছেন আওয়মী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ। অন্যদিকে এ সমাবেশটির কয়েক গজ দূরে জড়ো হয়েছেন বিএনপি ও জামায়াত পন্থী সাংবাদিক ও পেশাজীবীরা। সেখানে সাংবাদিক ও পেশাজীবীদের একটি সমাবেশ হওয়ার কথা রয়েছে। এদিকে প্রেস ক্লাব চত্বরে সাংবাদিকদের দুই সংগঠনের নেতাকর্মীদের মুখোমুখি অবস্থানের পাশাপাশি প্রেস ক্লাবের বাইরে সড়কে অবস্থান নিয়েছে সরকার সমর্থিত প্রজন্মলীগের নেতাকর্মীরা। তারা মাাথায় পট্টি বেঁধে সড়কে অবস্থান করছিল। সমাবেশে সকাল ১০টার দিকে বক্তৃতা করেন ঢাকা মহানগর আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। এনিয়ে প্রেস ক্লাব ক্লাব এলাকায় জনমনে কোন অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় উত্তেজনা বিরাজ করছে। ঢাকা মহানগরী এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ থাকলেও জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রজন্মলীগের অবস্থানের ব্যাপারে গণমাধ্যম কর্মীরা আওয়ামী লীগ নেতা মায়াকে জিজ্ঞেস করলে তিনি বলেন, যে যাতে নাশকতা সৃষ্টি করতে না পারে সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগীতে শান্তিপূর্ণ অবস্থান করছে প্রজন্মলীগের কর্মীর। শান্তিপূর্ণ সমাবেশ করতে কোন বাধা নেই।-আমারদেশ

No comments:

Post a Comment