Friday, January 2, 2015

অনুমতি না মিললেও ৫ জানুয়ারি বিএনপির সমাবেশ'




'অনুমতি না মিললেও ৫ জানুয়ারি বিএনপির সমাবেশ'
আগামী ৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবসে সরকার সমাবেশের অনুমতি না দিলেও সেদিন রাজপথে থেকে সমাবেশ করবে বিএনপি বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ছাত্রদলের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্রদল নেতাকর্মীদের নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৭ দফা প্রস্তাব আওয়ামী লীগের প্রত্যাখান করা সম্পর্কিত এক প্রশ্নের জবাবে মঈন খান বলেন, "আওয়ামী লীগ কি গ্রহণ করলো আর কি প্রত্যাখান করলো তাতে বিএনপির কিছু যায় আসে না। বিএনপি তাদের নিজস্ব আদর্শে চলে। আর সেই আদর্শ নিয়েই বিএনপি ৫ জানুয়ারি রাজপথে থাকবে।"
তিনি বলেন, "সংলাপ ও আলোচনায় মাধ্যমে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই কেবল দেশের বর্তমান সমস্য সমাধান হতে পারে, অন্য কোন উপায়ে নয়।"
দুর্নীতিবাজদের সাথে কোন সংলাপ নয়-সরকারের এই বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপির এই শীর্ষ নেতা বলেন, "বেগম জিয়া ও বিএনপি নেতাদের বিরুদ্ধে রাজনৈতিক মামলা হচ্ছে। এই মামলা দিয়ে আওয়ামী লীগ কিছু প্রমাণ করতে পারবে না। বরং আওয়ামী লীগের বিরুদ্ধে দায়েরকৃত সাড়ে ৭ হাজার মামলা তারা অবৈধভাবে খারিজ করে নিয়েছে।"
এসময় বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, ছাত্রদলের সভাপতি রাজিব আহসান, সাধারণ সম্পাদক আকরামুল হাসান, সিনিয়র সহ-সভাপতি মামুনুর রশীদ মামুন, সহ-সভাপতি নাজমুল হাসান, দপ্তর সম্পাদক মো. আবদুস সাত্তার পাটোয়ারী প্রমুখ উপস্থিত ছিলেন।-পরিবর্তন

No comments:

Post a Comment