Friday, January 2, 2015

সাবেক মেয়র কামরানের গাড়িতে ককটেল নিক্ষেপ

সাবেক মেয়র কামরানের গাড়িতে ককটেল নিক্ষেপ
সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরানের গাড়িকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে সিলেট নগরীর পাঠানটুলা এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কামরান নগরীর পাঠানটুলের সানরাইজ কমিউনিটি সেন্টারে এক বিয়ের অনুষ্ঠানে ছিলেন। সেখান থেকে বের হওয়া মাত্র একদল দুর্বৃত্ত তাঁর গাড়িকে লক্ষ্য করে ৫/৬টি ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বদর উদ্দিন আহমদ কামরান জানান, পাঠানটুলা সানরাইজ কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠান থেকে বাসায় ফিরছিলেন তিনি। কিছু দূর আসার পর পথিমধ্যে মোটরসাইকেলে থেকে কযেকজন আকস্মিকভাবে গাড়িতে ৫/৬টি ককটেল নিক্ষেপ করে।
তবে তাৎক্ষণিকভাবে চালক গাড়ি ঘুরিয়ে পূণরায় বিয়ের অনুস্থানস্থলে চলে যাওয়ায় কেউ আহত হয়নি বলে জানান তিনি।
সিলেট মহানগরীর জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।-পরিবর্তন প্রতিবেদক

No comments:

Post a Comment