Sunday, January 4, 2015

'যেকোনো মূল্যে দিবস পালন করবে জনগণ'

'যেকোনো মূল্যে দিবস পালন করবে জনগণ'
আগামী ৫ জানুয়ারি বাংলাদেশের জনগণ যেকোনো মূল্যে গণতন্ত্র হত্যা দিবস পালন করবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এডভোকেট খন্দকার মাহবুব হোসেন।
রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘৫ জানুয়ারির নির্বাচন গণতন্ত্র ও বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান।
খন্দকার মাহবুব বলেন, "এতোদিন সরকার গণতন্ত্র অবরুদ্ধ করে রেখেছে আর এখন খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রেখেছে। আর এক মুহূর্তও ঘরে বসে থাকার সুযোগ নেই। যার যার অবস্থান থেকে গ্রাম-বাংলার পাড়া মহল্লায় গণতন্ত্র পুনরুদ্ধারে ঝাপিয়ে পড়তে হবে।"
আইনশৃঙ্খলা বাহিনীকে উদ্দেশ্য করে তিনি বলেন, "অতি উৎসাহী হয়ে একটি বিশেষ দলের হয়ে কাজ করবেন না। যেন আপনার ভবিষ্যৎ প্রজন্মের কোনো ক্ষতি হয়।"
তিনি আরো বলেন, "তিনবারের প্রধানমন্ত্রীকে তার রাজনৈতিক কার্যালয়ে অবরুদ্ধ করে রাখা হয়েছে। সেখানে কোনো নেতাকর্মীরা তার সাথে দেখা করতে পাচ্ছে না, এমনকি ভেতরে কোন রকম খাবারও নিতে দেওয়া হচ্ছেনা।"
খালেদাকে অবরুদ্ধ করে রাখার তীব্র নিন্দা জানিয়ে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, "কোন রকম নিয়ম নীতি ছাড়াই বিনা কারণে বেগম খালেদাকে অবৈধভাবে পুলিশ প্রহরায় আটকে রাখা হয়েছে। বালুর ট্রাক দিয়ে তাকে চিরদিন আটকে রাখা যাবে না। এই অন্যায় অত্যাচারের বিরুদ্ধে দেশের সাধারণ মানুষ যখন ঝাপিয়ে পড়বে তখন সরকারের কোন বাহিনীই কাজে আসবে না।"
অনতিবিলম্বে খালেদা জিয়ার কার্যালয়ের সামনে থেকে পুলিশ প্রহরা প্রত্যাহারের আহ্বান জানান তিনি।
রাজপথে বিএনপির কোনো আন্দোলন নেই উল্লেখ করে তিনি বলেন, "এতো জনপ্রিয় একজন নেত্রীকে অবরুদ্ধ করে রাখা হলো অথচ এখন পর্যন্ত বিএনপির নেতাকর্মীদের কোনো কার্যক্রম দেখা গেল না।"
বিএনপি শিশু জিহাদের মতো পাইপে আটকে আছে মন্তব্য করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ নজরুল বলেন, "আর যারা বিএনপিকে উদ্ধারের চেষ্টা করছে তারা ফায়ার সার্ভিসের কর্মী। বিএনপিকে উদ্ধারের জন্য ঐ সব তরুণদের মতো সাহসী কর্মী দরকার।"
সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, "বিএনপি বিরোধী দলেও নেই কিন্তু তাদের এতো ভয়ের কারণ কি, তাদের ভয়ের একটিই কারণ তারা জনগণের ভোটে নির্বাচিত হয়নি। তারা অগণতান্ত্রিক অবৈধ সরকার।"
আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন - ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুকুমার বড়ুয়া, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রুমিন ফারহান, সাংবাদিক কামাল উদ্দিন ফরিদ প্রমুখ।-পরিবর্তন

No comments:

Post a Comment