রোববার সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের প্রতিনিধি দল খালেদা জিয়ার সাথে দেখা করে বের হওয়ার পর সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বিএনপি চেয়ারপার্সনের এসব বক্তব্য উপস্থিত সাংবাদিকদের কাছে তুলে ধরেন।
খন্দকার মাহবুব বলেন, "বিএনপি চেয়ারপার্সন বলেছেন গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধার না পাওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। আন্দোলন চলছে এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।"
প্রতিনিধি দলে আরো ছিলেন- সুপ্রীম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নাল আবেদিন, অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, সানাউল্লাহ মিয়া, ব্যারিস্টার নয়ন বাঙালি, অ্যাডভোকেট মাসুদ আহমদ প্রমুখ।
এসময় বিএফইউজের (একাংশ) সভাপতি শওকত মাহমুদের নেতৃত্বে সাংবাদিকদের একটি প্রতিনিধি দল খালেদা জিয়ার সাথে দেখা করেন।
তাদের সাথে খালেদা জিয়ার আলোচনার বিষয়ে বিএফইউজের সভাপতি শওকত মাহমুদ বলেন, "আন্দোলন সফল না হওয়া পর্যন্ত পিছু হটবেন না খালেদা জিয়া। সোমবারের কর্মসূচি বাস্তবায়নে অবৈধ ক্ষমতাসীনদের কোনো নিষেধাজ্ঞা মানবেন না তিনি।"
তিনি বলেন, "গণতন্ত্রের জন্য যে আন্দোলন চলছে, তা সরকারের পতন না হওয়া পর্যন্ত চলতে থাকবে।"
সরকারের সব বাধা ও ব্যারিকেড উপেক্ষা করে সোমবারের জনসভায় যাওয়ার ব্যাপারে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া বলেও জানান তিনি।-পরিবর্তন
No comments:
Post a Comment