Saturday, January 17, 2015

'পিছু হটার কোন সুযোগ নেই'

'পিছু হটার কোন সুযোগ নেই'
'বিএনপি জণগনের অধিকার আদায়ে আন্দোলন করছে' উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার বলেছেন, "এ আন্দোলন থেকে পিছু হটার কোন সুযোগ নেই।"
তিনি বলেন, "এই সরকার জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। এ দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।"
শনিবার রাত সাড়ে ৮ টায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে তাঁর সাথে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
এম কে আনোয়ার বলেন, "বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ১৫ দিন যাবৎ অবরুদ্ধ আছেন। তিনি একবার বাইরে বের হতে চেয়েছিলেন তাকে বের হতে দেওয়া হয়নি। তার উপস্থিতিতে পিপার স্প্রে করা হয়েছে। তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন। এখন উনি(খালেদা) সুস্থ আছেন।"
তিনি বলেন, " চেয়ারপার্সনের মনোবল এখন দৃঢ়। উনার একটাই কথা অবৈধ সরকার জনগণের ভোটের অধিকার হরণ করেছে। মানুষের ভোটের অধিকার ফিরিয়ে না দেওয়া পর্যন্ত আন্দোলন চলবে। এই আন্দোলন থেকে ফিরে আসার কোনো উপায় নেই।"
র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদের বক্তব্যের প্রতি ইঙ্গিত দিয়ে তিনি বলেন, "এটা খুবই দুঃখজনক যে আইনশৃঙ্খলা বাহিনীর কতিপয় ঊর্ধ্বতন কর্মকর্তা ইদানিং রাজনীতিবিদদের মতো কথা বলেছেন। প্রজাতন্ত্রের কর্মচারী হয়ে তারা যে ভাষায় বক্তব্য দিচ্ছেন, জনগণকে ভয়ভীতি প্রদর্শন করছেন, এটা কাম্য নয়।"
এসময় তিনি আহ্বান জানিয়ে বলেন, "আমি তাদের বলব, রাজনীতি করার খায়েশ থাকলে পোশাক ছেড়ে জনগণের কাতারে এসে রাজনীতি করুন।"
আগামী ১৯ জানুয়ারি প্রয়াত রাষ্ট্রপতি ও দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মদিনে দলের কর্মসূচি আছে কিনা জানতে চাইলে এম কে আনোয়ার বলেন, "আপনারা জানেন দেশনেত্রীকে কিভাবে অবরুদ্ধ করে রাখা হয়েছে। এ রকম অবস্থায় কর্মসূচিও কার্য্ত অবরুদ্ধ।"
তবে দিবসটি উপলক্ষ্যে কিছু অনুষ্ঠানে করা হবে বলে জানিয়ে তিনি বলেন, "দুই একদিনের মধ্যে তা জানানো হবে।"
এসময় দেশে চলমান আন্দোলন চালিয়ে যেতে দেশবাসীর প্রতি আহ্বান জানান বিএনপি এ নেতা।পরিবর্তন

No comments:

Post a Comment