Tuesday, January 13, 2015
'গণতন্ত্র শেখ হাসিনার আঁচলের তলায়'
রাজধানীতে আওয়ামী লীগের সমাবেশ করায় আবারো প্রমাণ হল এই দেশের গণতন্ত্র এখন শেখ হাসিনার আঁচলের তলায়।
সোমবার জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান গণমাধ্যমকে দেয়া এক বিবৃতিতে এ কথা বলেন।
তারা বলেন, "সোহরাওয়ার্দী উদ্যানে দেয়া শেখ হাসিনার বক্তব্য মিথ্যাচার ও বানোয়াট। জাতীয়তাবাদী ছাত্রদল শেখ হাসিনার অসংলগ্ন ভাষা প্রয়োগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।"
এসময় নেতারা বলেন, "ঢাকাতে যখন সভা-সমাবেশ নিষিদ্ধ ঠিক সেই মুহূর্তে আজ্ঞাবহ ডিএমপিকে দিয়ে সমাবেশের ঠিক আগ মুহূর্তে নিষেধাজ্ঞা প্রত্যাহার করিয়েছে আওয়ামী লীগ।"
নেতারা আরো বলেন, "তিনি কিভাবে একজনের ব্যক্তি জীবন নিয়ে নোংরা কথা বলতে পারেন যেখানে তার ব্যক্তি জীবনের অন্ধকার দিক নিয়ে তারই দলের সাবেক এক সদস্য বই পর্যন্ত বের করেছে।"
তার মুখের অশ্রবণযোগ্য ভাষা শুনতে তার দলের লোকজন অভ্যস্ত হলেও জাতি সবসময় তার নোংরা বক্তব্য প্রত্যাখ্যান করে।
তারা বলেন, "দেশের এই দু:সময়ে জাতি যখন হাসিনার কাছ থেকে মধ্যবর্তী নির্বাচন নিয়ে করণীয় সম্পর্কে জানতে ও শুনতে চায়। তখন তিনি জাতিকে আশার বাণী না শুনিয়ে অন্যের ব্যক্তিগত ও গীবত করে জাতিকে আবারো আশাহত করেছেন।"
নিম্নশ্রেণির মন-মানসিকতা ও ভাষার প্রয়োগ পরিহার করে জনগণের ভাষা বোঝার চেষ্টা করতে দাবি জানান ছাত্রদল নেতারা।
অন্যথায় কখন যে তিনি ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত স্বৈরশাসকদের কাতারে শামিল হবেন তা নিজেই বুঝতে পারবেন না।-পরিবর্তন
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment