Friday, January 2, 2015

ডিএনএ পরীক্ষার মুখে রুবেল


ডিএনএ পরীক্ষার মুখে রুবেল
এবার হ্যাপির করা মামলার তদন্তের স্বার্থে, বাংলাদেশ ক্রিকেট দলের পেসার রুবেল হোসেনের ডিএনএপরীক্ষার অনুমতি দিয়েছেন আদালতবুধবার দুপুরে তদন্ত কর্মকর্তা মাসুদ পারভেজের করা আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম মোস্তাফিজুর রহমান এই আদেশ দেন
গেলো সপ্তাহে পেসার রুবেলের কথিত প্রেমিকা হ্যাপিকে করা ফরেনসিক রিপোর্টের অনুলিপি মিরপুর থানায় প্রেরণ করা হয়যেখানে তাকে জোরপূর্বক নির্যাতনের কোন আলামত পাওয়া যায়নি বলে জানানো হয়
কিন্তু এরপরই রুবেলের ডিএনএ পরীক্ষার আবেদন জানান হ্যাপির করা মামলার তদন্ত কর্মকর্তা মাসুদ পারভেজ
যা পরীক্ষার জন্য আগেই আলামত উপস্থাপন করেছেন হ্যাপিতারই প্রেক্ষিতে রুবেলের ডিএনএপরীক্ষার জন্য সিএমএম কোর্টের হাকিম আজ এই আদেশ দিলেন।-পরিবর্তন

No comments:

Post a Comment