Saturday, January 17, 2015

রিয়াজ-বাঁধন প্রথমবার একসঙ্গে


রিয়াজ-বাঁধন প্রথমবার একসঙ্গে
প্রথমবার চিত্রনায়ক রিয়াজ ও লাক্স তারকা বাঁধনকে একসঙ্গে দেখা যাবে। ‘আইসক্রিম ও অনুভূতি’ নাটকে অভিনয় করলেন তারা। নাটকটি রচনা করেছেন আসাদুজ্জামান সোহাগ ও পরিচালনা করেছেন কায়সার আহমেদ।
রিয়াজের সঙ্গে অভিনয় প্রসঙ্গে বাঁধন বলেন, চিত্রনায়ক রিয়াজের সঙ্গে অভিনয়ের দীর্ঘদিনের স্বপ্ন ছিলো তার। অবশেষে সেটা পূর্ণ হলো।
বাঁধন আরো বলেন, ‘আমার অনেকদিনের স্বপ্ন পূরণ হয়েছে। রিয়াজ ভাইয়া সত্যিকারের একজন ভদ্র মানুষ। তার সঙ্গে কাজ করতে পারাটা আমার জন্য সত্যিই অনেক সৌভাগ্যের। সহশিল্পীর প্রতি তার সহযোগিতা শিক্ষণীয়।’
বাঁধন প্রসঙ্গে চিত্রনায়ক রিয়াজ বলেন, ‘বাঁধন ভালো একজন অভিনেত্রী। তার মধ্যে আরও ভালো অভিনয় করার আগ্রহ দেখেছি।’
একটি রোমান্টিক প্রেমের গল্প নিয়ে নির্মিত নাটকটির কাজ শেষ হয়েছে গত বুধবার। এটি ভালোবাসা দিবস উপলক্ষে নির্মাণ করা হয়েছে বলে জানান পরিচালক। এ নাটকে আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রহমত আলী। আগামী মাসেই একটি টিভি চ্যানেলে প্রচার হবে নাটকটি।
বাঁধনের বাবা আমিনুল হক রাজবাড়ির পানি উন্নয়ন বোর্ডে চাকরি করতেন। সে সুবাদে রাজবাড়ির একটি স্কুলে তখন রিয়াজের ভাগ্নি চন্দনের সঙ্গে একই স্কুলে পড়তেন বাঁধন। তখন তার কাছে চন্দনের সঙ্গে একই শ্রেণীতে পড়া ছিলো গর্ব।
সে সময় ‘প্রাণের চেয়ে প্রিয়’ ছবিটি দেখে রিয়াজের ভক্ত হয়ে যান তিনি। লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার শীর্ষ তিনে থাকার সুবাদে ২০০৬ সালে তৌকীর আহমেদের পরিচালনায় ‘দারুচিনি দ্বীপ’ ছবিতে কাজের সুযোগ পেয়েছিলেন বাঁধন।
কিন্তু মেডিক্যাল সেকেন্ড ইয়ারের পরীক্ষা থাকায় তা হাতছাড়া করতে হয় তাকে।
এদিকে অনেকদিন পর চিত্রনায়ক রিয়াজ ওয়াজেদ আলী সুমন পরিচালিত 'সুইটহার্ট' ও সালাহউদ্দিন লাভলুর 'জনম জনমে' চলচ্চিত্রে কাজ করছেন।-পরিবর্তন

No comments:

Post a Comment