Sunday, January 18, 2015

রুবেলের জামিন বাতিল চেয়ে হাইকোর্টে রিট

রুবেলের জামিন বাতিল চেয়ে হাইকোর্টে রিট
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার রুবেল হোসেনকে দেওয়া নিম্ন আদালতের জামিন বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেছেন চলচ্চিত্র অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপি।
রোববার সকালে হ্যাপির পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনূস আলী আকন্দ এ রিটটি দায়ের করেন।
গত ১৫ ডিসেম্বর বিকেলে হাইকোর্টের বিচারপতি সৈয়দ এ বি মাহমুদুল হক ও বিচারপতি আকরাম হোসেন চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ তাকে এ মামলায় চার সপ্তাহের আগাম জামিন দেন।
একই সাথে এ সময়ের মধ্যে তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণেরও নির্দেশ দেওয়া হয়।
গত ১৩ ডিসেম্বর ধর্ষণের অভিযোগ এনে হ্যাপি রাজধানীর মিরপুর থানায় রুবেলের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনের ৯/১ ধারায় মামলাটি দায়ের করেন।-পরিবর্তন

No comments:

Post a Comment