Monday, January 5, 2015

পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত সারা দেশে অবরোধ চলবে : খালেদা জিয়া

দেশব্যাপী অনির্দিষ্টকালের জন্য অবরোধের ডাক দিয়েছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। সোমবার বিকেলে নিজ রাজনৈতিক কার্যালয়ে পুলিশের বাধার মুখে পড়ে এই ঘোষণা দিয়েছেন তিনি। দেশবাশিকে অবরোধ চালিয়ে যাওয়ার আহ্বান জানান খালেদা জিয়া।
এর আগে গুলশান কার্যালয় থেকে বাইরে বের হওয়ার উদ্দেশ গাড়িতে উঠেন খালেদা জিয়া। কিন্তু তার কার্যালয়ের গেটে পুলিশ তালা দেয়ায় গাড়ি নিয়ে বাইরে বের হতে পারেননি তিনি। প্রায় ৫০ মিনিট গাড়িতে বসে থাকার পর গাড়ি থেকে নেমে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
তিনি সাংবাদিকদের আরো বলেন, আমি শুধু অবরুদ্ধ নই, গোটা দেশ আজ অবরুদ্ধ।
এসময় বারবার পিপার স্প্রে ব্যাবহার করায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। পিপার স্প্রের কারণে বক্তব্য দেয়ার সময় খালেদা জিয়াকেও বারবার কাশি দিতে দেখা যায়।
খালেদা জিয়া বলেন, নতুন একটি নির্বাচনের জন্য আলোচনা করা যেতে পারে। তিনি আরো বলেন, সমাবেশটা হোক দেখি জনগণ কার সাথে আছে।
সরকারের প্রতি তিনি প্রশ্ন করে বলেছেন, আমরা চেয়েছিলাম একটা সমাবেশ করব। সরকার আমাদের সমাবেশ করতে দিল না। সমাবেশ করতে না দেওয়ার কারণটি কী? সরকার বলেছে আমাকে অবরুদ্ধ করে রাখেনি, নিরাপত্তা দিয়েছে। আমি জানতে চাই এটা কোন ধরনের নিরাপত্তা? কোনোদিন তো তারা নিরাপত্তা দেয়নি। হঠাৎ করে মাঝে মধ্যে আটকে রেখে কীসের নিরাপত্তা?
সাবেক এ প্রধানমন্ত্রী বলেন, ‘জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য একটি নির্বাচন করতে হবে। সবার অংশগ্রহণে একটি নির্বাচন করতে হবে। বর্তমানে যে সরকার আছে সেই সরকার জগণের দ্বারা নির্বাচিত নয়।
এসময় আজকের কর্মসূচিতে সংকটের মধ্যেও সাথে থাকার জন্য জনগণ তথা দেশবাসীকে ধন্যবাদ জানান তিনি -আমারদেশ

No comments:

Post a Comment