Sunday, January 18, 2015

দেশে ৫ টাকার নিচে কোনো মুদ্রা থাকছে না

দেশে ৫ টাকার নিচে কোনো মুদ্রা থাকছে না
৫ টাকার নিচে সব মুদ্রা বাজার থেকে তুলে নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
রোববার সচিবালয়ের এক বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান অর্থমন্ত্রী।
অর্থমন্ত্রী বলেন, "দেশের গ্রাহকদের বহনের সুবিধা এবং বাজারে অলস টাকা পড়ে থাকার বিষয়কে বিবেচনা করে দেশে সর্বনিম্ন মুদ্রা ৫ টাকা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ জন্য বাজার থেকে ৫ টাকার নিচের সকল মুদ্রা ধীরে ধীরে তুলে নেয়া হবে।"
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান, অর্থসচিব মাহবুব আহমেদ, এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমানসহ অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ব্যবসায়ীদের সাথে ভ্যাট আইন সংশোধন নিয়ে বৈঠক করেন অর্থমন্ত্রী।
বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, সর্বনিম্ন মুদ্রা হবে ৫ টাকা। বাজারে প্রচলিত এক টাকা ও দুই টাকার মুদ্রা ও কাগুজে টাকার প্রচলন থাকবে না। প্রচলিত এই মুদ্রা বাজার থেকে উঠিয়ে নিতে প্রায় তিনশ কোটি টাকা লাগবে।
এই মুদ্রা ও কাগুজে টাকা উঠিয়ে নেওয়ার পর পাঁচ টাকার নতুন নোট চালু করা হবে।
এসময়, বিএনপির সরকার পতনের আন্দোলন করার কোন সামর্থ্য নেই বলেও মন্ত্রব্য করেন মন্ত্রী। -পরিবর্তন

No comments:

Post a Comment