রোববার সচিবালয়ের এক বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান অর্থমন্ত্রী।
অর্থমন্ত্রী বলেন, "দেশের গ্রাহকদের বহনের সুবিধা এবং বাজারে অলস টাকা পড়ে থাকার বিষয়কে বিবেচনা করে দেশে সর্বনিম্ন মুদ্রা ৫ টাকা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ জন্য বাজার থেকে ৫ টাকার নিচের সকল মুদ্রা ধীরে ধীরে তুলে নেয়া হবে।"
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান, অর্থসচিব মাহবুব আহমেদ, এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমানসহ অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ব্যবসায়ীদের সাথে ভ্যাট আইন সংশোধন নিয়ে বৈঠক করেন অর্থমন্ত্রী।
বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, সর্বনিম্ন মুদ্রা হবে ৫ টাকা। বাজারে প্রচলিত এক টাকা ও দুই টাকার মুদ্রা ও কাগুজে টাকার প্রচলন থাকবে না। প্রচলিত এই মুদ্রা বাজার থেকে উঠিয়ে নিতে প্রায় তিনশ কোটি টাকা লাগবে।
এই মুদ্রা ও কাগুজে টাকা উঠিয়ে নেওয়ার পর পাঁচ টাকার নতুন নোট চালু করা হবে।
এসময়, বিএনপির সরকার পতনের আন্দোলন করার কোন সামর্থ্য নেই বলেও মন্ত্রব্য করেন মন্ত্রী। -পরিবর্তন
No comments:
Post a Comment